একঝলক (৩০ নভেম্বর, ২০২২)

১ / ২১
বিনা মূল্যে বিতরণের জন্য নতুন পাঠ্যবই এসেছে। নতুন বছরের প্রথম দিনেই এসব বই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতরণ করা হবে। ছবিটি রংপুর শিক্ষা অফিসের সামনে তোলা। ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
বিশ্বকাপ ফুটবল–ঝড়ে কাঁপছে সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব কম নয়। প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্লাস শেষে শিশু–কিশোরেরা মেতেছে ফুটবল খেলায়। মতাসার, বরিশাল, ৩০ নভেম্বর
ছবি: সাইয়ান
৩ / ২১
প্রতিদিন কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যায় বিভিন্ন কোম্পানির সিমেন্ট। সীমান্ত পারাপারের অপেক্ষায় সিমেন্টবোঝাই ট্রাকের সারি। স্থলবন্দর, বিবির বাজার, কুমিল্লা, ৩০ নভেম্বর
ছবি: এম সাদেক
৪ / ২১
আমন ধান সড়কের ওপর শুকাচ্ছেন মিনা বেগম। বাড়িতে শুকানোর জায়গায় না থাকায় সড়কের ওপর শুকাতে হচ্ছে ধান। কানকুনিপাড়া, কুমিল্লা, ৩০ নভেম্বর
ছবি: এম সাদেক
৫ / ২১
কাজিবাছা নদী থেকে ড্রেজিংয়ে উত্তোলন করা বালু কার্গো-ট্রলারে করে নিয়ে আসা হয়েছে বালুর গোলায়। ট্রলার থেকে সে বালু গোলায় তুলতে ১২ জন শ্রমিক মজুরি নেবেন ৯ হাজার টাকা। সদর হাসপাতাল ঘাট, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
সব ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন, রেলগেটের সমস্যা দূরীকরণসহ ১০ দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এক ঘণ্টা ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময়ে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলস্টেশন, গাজীপুর, ৩০ নভেম্বর
ছবি: মাসুদ রানা
৭ / ২১
সারা দেশে মিথ্যা ও গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল মহানগর বিএনপি। বিএনপি নগর কার্যালয়, বরিশাল, ৩০ নভেম্বর
ছবি: সাইয়ান
৮ / ২১
গোয়ালন্দ শহরের প্রধান বাজারে বুধবার ও শনিবার পানের হাট বসে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরাসহ বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিক্রির জন্য আনা হয়। আকারভেদে ৬০ টাকা থেকে শুরু করে ১৩০ টাকা পণ হিসাবে এই পান বিক্রি হয়। গোয়ালন্দ, রাজবাড়ী। ৩০ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ২১
মাকড়সা জাল বুনে বানিয়েছে ফাঁদ, এই ফাঁদে আটকা পড়ে পোকামাকড়। সেই জালে শিশিরবিন্দু। লুম্বিনী গ্রাম, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
শীতকালীন সবজি মাঠ থেকে বস্তাবন্দী করার পর ট্রাকে করে এসব সবজি চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোর আড়তে। বিঘাপ্রতি এসব জমির বিভিন্ন সবজি বিক্রি বিক্রি হয় ৬০ থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ২৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
আগামী বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী নেতারা দৃষ্টি আকর্ষণ করতে এখন থেকেই মহড়া শুরু করেছেন। পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এমনই এক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। বাঁধেরহাট-নগরবাড়ী সড়ক, বেড়া, পাবনা, ২৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
ফেরি করে হাঁড়িপাতিল বিক্রির জন্য বের হয়েছেন আশরাফ আলী। অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়িপাতিলের প্রতি কেজির দাম রাখেন ৫০০ টাকা। খোট্রাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ২১
যুগের পরিবর্তনে কৃষিকাজেও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। ধান ও গম কাটা এবং মাড়াই যন্ত্রসহ বিভিন্ন কৃষিযন্ত্র দেশেই তৈরি হচ্ছে। কারখানায় কৃষিযন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত কারিগরেরা। এসিআই মোটরসের কারখানায়, জাগীর, মানিকগঞ্জ, ২৯ নভেম্বর
ছবি: আব্দুল মোমিন
১৪ / ২১
পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লতিফপুর, শ্রীপুর, গাজীপুর, ২৯ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
১৫ / ২১
লঞ্চের প্রপেলার তৈরি করছেন এক শ্রমিক। চরকালিগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, ২৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৬ / ২১
ব্যবহৃত মোবিল সংগ্রহ করে পানি আলাদা করার জন্য পোড়ানো হচ্ছে। পুনরায় জ্বালানি তেল হিসেবে বিক্রি করা হবে এ তেল। নৌযান থেকে প্রতি লিটার ৬০ টাকায় সংগ্রহ করে বিক্রি করা হয় ৮০ থেকে ৯০ টাকায়। তেলঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ, ২৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৭ / ২১
পুলিশের দায়ের করা ‘মিথ্যা ও গায়েবি’ মামলা এবং নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সুরমাপয়েন্ট, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নীলফামারী জেলা টাইব্রেকারে রংপুর জেলাকে হারিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর নীলফামারী জেলা দলের উল্লাস। শেখ রাসেল স্টেডিয়াম, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
আমন ধান কাটার এক ফাঁকে মাঠে বসেই খাবার খাচ্ছেন একদল কৃষক। নিজগ্রাম, গাবতলী, বগুড়া, ৩০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২০ / ২১
সন্তানকে খেলনা দিয়ে বসিয়ে রেখে পাশেই কাটিং কাগজ বাছাই করছেন নারীরা। প্রতি কেজি কাগজ বাছাই করে আড়াই টাকা মজুরি মেলে। বেজোড়া ঘাটপাড়া, শহরতলি, ৩০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২১ / ২১
নদীপথে আসা কার্গো থেকে সিমেন্টের বস্তা খালাস করছেন বন্দরশ্রমিকেরা। এ কাজে একেকজন শ্রমিক বস্তাপ্রতি সাড়ে তিন টাকা করে মজুরি পান। সিঅ্যান্ডবি ঘাট, ফরিদপুর, ৩০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান