একঝলক (২৩ নভেম্বর ২০২৫)

১ / ২৩
সকালের সূর্যের আভা কাপ্তাই হ্রদে। কুমড়াটিলা, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৩
সাতসকালে ফাঁকা সড়কে দুটি খ্যাঁকশিয়াল দাঁড়িয়ে। চিলারঝার, রংপুর, ২৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৩
ধান কাটার পর আঁটি বেঁধে গন্তব্যে নিয়ে যাচ্ছেন পাহাড়ি তরুণেরা। মোড়লীপাড়া কাপ্তাই, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৩
গাছের ওপর বসে আছে একটি টিয়া। আরেকটি ওড়াউড়ি করছে। রেলওয়ে হকার্স মার্কেট, বগুড়া, ২৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২৩
শিমগাছে বসে আছে পাখি। লিচুবাগান, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৩
কুয়াশাজড়ানো ভোরে ফাঁকা সড়ক দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন কজন নারী। শেখপাড়া, রংপুর, ২৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
শীত মৌসুম এলেই হাঁসের চাহিদা বাড়ে। সড়কের পাশে হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। গল্লামারী, খুলনা, ২৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৩
সাইকেলে করে রকমারি জিনিস বিক্রি করতে বের হয়েছেন এক বিক্রেতা। গল্লামারী, খুলনা, ২৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
হেমন্তের সকালে নতুন ধান মাড়াইয়ের কাজ চলছে। মুরারীদহ, ফরিদপুর, ২৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৩
মাঠে কাজে ব্যস্ত থাকা কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী। মুরারীদহ, ফরিদপুর, ২৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২৩
জমিতে চাষের কাজ করছেন কয়েকজন পাহাড়ি নারী। বেতছড়া, বান্দরবান, ২৩ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১২ / ২৩
পাহাড়ি অঞ্চলের চাষিরা কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। উজানীপাড়া, বান্দরবান, ২৩ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২৩
ফুটে আছে সাদা ঝিন্টি ফুল। চুরখাই, ময়মনসিংহ, ২৩ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
১৪ / ২৩
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ভবন, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ২৩
ভূমিকম্পের পর ভবন নিরীক্ষায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল ছেড়ে যাচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৬ / ২৩
নানা ধরনের নিত্যপণ্য ট্রলারে তুলছেন শ্রমিকেরা। বরিশাল নগরের পাইকারি বাজার থেকে এসব পণ্য কিনে নিয়ে যান আশপাশের এলাকার খুচরা বিক্রেতারা। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ২৩
কলার আড়ত থেকে ভ্যানে করে কলা নিয়ে যাওয়া হচ্ছে খুচরা দোকানে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৩
ট্রলারে নিত্যপণ্য সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। দক্ষিণাঞ্চলে নদীপথে প্রচুর পরিমাণ পণ্য পরিবহন করা হয়। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বর
ছবি: সাইয়ান
১৯ / ২৩
পণ্যভর্তি পিকআপের ওপর বসে গন্তব্যে যাচ্ছেন একজন। চলন্ত অবস্থায় ঝুঁকি নিয়ে মুঠোফোনে ব্যস্ত তিনি। কদমতলী, সিলেট, ২৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৩
শীতের শুরুতেই নদীর পানি কমতে শুরু করেছে। কীর্তনখোলা নদীর তীরে গরু নিয়ে এসেছেন রাখালেরা। রসুলপুর, বরিশাল, ২৩ নভেম্বর
ছবি: সাইয়ান
২১ / ২৩
দৃষ্টিনন্দন তাল সড়ক। সারি সারি গাছগুলো রাস্তার দুই পাশের শোভা বাড়িয়েছে। দুর্গাপুর, কাহালু, বগুড়া, ২৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২২ / ২৩
উপজেলা মহাশ্মশান কমিটি আয়োজিত মহাশ্মশানে তিন দিনব্যাপী নামসংকীর্তনের একটি মুহূর্ত। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
২৩ / ২৩
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। স্টেশন বাজারসংলগ্ন রেললাইন, রাজশাহী, ২৩ নভেম্বর
ছবি: প্রথম আলো