পাহাড়ি অঞ্চলের চাষিরা কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। উজানীপাড়া, বান্দরবান, ২৩ নভেম্বরছবি: মং হাই সিং মারমা
১৩ / ২৩
ফুটে আছে সাদা ঝিন্টি ফুল। চুরখাই, ময়মনসিংহ, ২৩ নভেম্বরছবি: মোস্তাফিজুর রহমান
১৪ / ২৩
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ভবন, ঢাকা, ২৩ নভেম্বরছবি: দীপু মালাকার
১৫ / ২৩
ভূমিকম্পের পর ভবন নিরীক্ষায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল ছেড়ে যাচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৩ নভেম্বরছবি: সাজিদ হোসেন
১৬ / ২৩
নানা ধরনের নিত্যপণ্য ট্রলারে তুলছেন শ্রমিকেরা। বরিশাল নগরের পাইকারি বাজার থেকে এসব পণ্য কিনে নিয়ে যান আশপাশের এলাকার খুচরা বিক্রেতারা। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বরছবি: সাইয়ান
১৭ / ২৩
কলার আড়ত থেকে ভ্যানে করে কলা নিয়ে যাওয়া হচ্ছে খুচরা দোকানে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৩ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১৮ / ২৩
ট্রলারে নিত্যপণ্য সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। দক্ষিণাঞ্চলে নদীপথে প্রচুর পরিমাণ পণ্য পরিবহন করা হয়। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বরছবি: সাইয়ান