এই পাখির নাম মেঠো ছাতারে। খাবারের খোঁজে গাছ থেকে নিচে নেমে এসেছে পাখিটি। এদের মূল খাবার নানা রকম পোকামাকড়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ১৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
গ্রামের ইট–বিছানো রাস্তার দুই পাশে কয়েক বছর আগে ৪০ থেকে ৫০টি পামগাছ লাগান স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুছ। গাছগুলো বড় হয়ে পুরো রাস্তা ছাউনির মতো ঢেকে দিয়েছে। গরমে গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারেন পথচারীরা। সালদিঘা, বড়লেখা, মৌলভীবাজার, ১৫ মার্চছবি: কল্যাণ প্রসূন
৩ / ২০
শুষ্ক মৌসুমে বৃষ্টির অভাবে পানি শুকিয়ে সরু হয়ে গেছে নদী। অল্প পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক মৎস্যজীবী। নিকলী, কিশোরগঞ্জ, ১৫ মার্চছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
বাড়ির আঙিনায় গাছের নিচে পাতা মাচায় বসে লেখাপড়ায় ব্যস্ত কয়েকটি শিশু। দেবতাছড়ি মধ্যপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
বিক্রির জন্য নিজের বাগানের কলার কাঁদি ভারে ঝুলিয়ে সাপ্তাহিক হাটে নিয়ে যাচ্ছেন একজন পাহাড়ি জুমচাষি। পবিত্র রমজান মাসে কলার চাহিদা বেশি থাকায় শহর থেকে আসা পাইকারেরা হাট থেকে কলা কিনে নিয়ে যান। দেবতাছড়ি মধ্যপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
ধর্ষণ মামলায় দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা পরিষদের সামনে ছাত্র-জনতার মশালমিছিল। শেরপুর, বগুড়া, ১৪ মার্চছবি: সবুজ চৌধুরী
৭ / ২০
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছেন সিপিবির নেতা-কর্মীরা। পুরানা পল্টন, ঢাকা, ১৫ মার্চছবি: দীপু মালাকার
৮ / ২০
ইনকিলাব মঞ্চের আয়োজনে জুলাই, শাপলা ও পিলখানার বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে প্রতিবাদ সমাবেশ। জাতীয় জাদুঘরের সামনে, ঢাকা, ১৫ মার্চছবি: তানভীর আহাম্মেদ
৯ / ২০
সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ঢাকা-পেন্নাই-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা। ১৫ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২০
ইটভাটা ও বালু ব্যবসায়ীদের দখলে ধলেশ্বরী নদী। এতে নদীটি ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। কুচিয়ামোড়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ১৫ মার্চছবি: কবির হোসেন
১১ / ২০
পুলিশের ওপর হামলা, শাপলার গণহত্যার বিচার ও সব হত্যা-ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে চেতনায় শাপলা নামে একটি সংগঠন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১২ / ২০
হাওরে পানি কমে যাচ্ছে। তবে কিছু কিছু স্থানে অল্প পানি জমে আছে। সেখানে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা মেদির হাওর, সিলেট, ১৫ মার্চANIS
১৩ / ২০
দেয়ালে সারিবদ্ধভাবে বসে আছে একঝাঁক চিল। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট, ১৫ মার্চছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
সারা দেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। একটি স্বাস্থ্যকেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাওয়াচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী। বাস্তুহারা, খুলনা, ১৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
ঈদ সামনে রেখে অনেকেই কেনাকাটা করছেন। সড়কের পাশে ভ্যানে করে নারীদের প্রসাধনী বিক্রি করছেন একজন বিক্রেতা। ক্লে রোড, খুলনা, ১৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পান্থপথ, ঢাকা, ১৫ মার্চছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২০
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন কলেজটির শিক্ষার্থীরা। হবিগঞ্জ, ১৫ মার্চছবি: প্রথম আলো
১৮ / ২০
সড়কের ধারে মিষ্টিকুমড়া সাজিয়ে রাখা হয়েছে। এসব কুমড়া ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হবে। তিস্তা সড়ক সেতু, গঙ্গাচড়া, রংপুর, ১৫ মার্চ। সড়কের ধারে মিষ্টিকুমড়া সাজিয়ে রাখা হয়েছে। এসব কুমড়া ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হবে। তিস্তা সড়ক সেতু, গঙ্গাচড়া, রংপুর, ১৫ মার্চছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
দুপুরের দিকে বেশ গরম পড়তে শুরু করেছে। সেচের পাইপের পানি ঢেলে শরীর শীতল করছে এই কিশোর। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ১৫ মার্চছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
ফাঁদ ব্যবহার করে কুঁচিয়া শিকারে যাচ্ছেন নিপেশ বিশ্বাস নামের এই ব্যক্তি। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ১৫ মার্চছবি: আলীমুজ্জামান