একঝলক (১ জুন ২০২৪)

১ / ২৩
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উঁচু জোয়ারের পানি ঢুকে পড়েছিল আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগার, অফিস ও শ্রেণিকক্ষে। এতে গ্রন্থাগারের বই পানিতে ভিজে একাকার। সেসব বই শুকানোর জন্য বিদ্যালয়ের মাঠে রোদে মেলে দিচ্ছেন বিদ্যালয়ের এক কর্মচারী। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১ জুন
ছবি: সাইয়ান
২ / ২৩
সুরমা নদীর পানি বেড়ে গিয়ে সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কেও পানি ঢুকে পড়েছে। পানি মাড়িয়ে চলাচল করছে মানুষ। সোবহানীঘাট, সিলেট, ১ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৩
মহাসড়কে চলাচল নিষিদ্ধ নছিমনে চড়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ২৩
বিক্রির জন্য সড়কের পাশে লিচু সাজিয়ে রাখা হয়েছে। টাউন হল এলাকা, কুমিল্লা, ১ জুন
ছবি: এম সাদেক
৫ / ২৩
মশার কয়েল তৈরিতে ব্যবহার করা হয় কাঠের ভুসি। কয়েল ফ্যাক্টরিতে সরবরাহের জন্য স মিল থেকে কাঠের ভুসি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৩
বৃষ্টির কারণে পাকা ধানের খেতে পানি জমেছে। কৃষকদের পানিতে নেমেই পাকা ধান কাটতে হচ্ছে। ডুগডুগির বাজার এলাকা, রংপুর, ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
যশোরের বেনাপোল স্থলবন্দর ও বাগেরহাটের মোংলা নৌবন্দরের মধ্যে নতুন স্থাপিত রেললাইনে আজ থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনটি বটিয়াঘাটা মোহাম্মদ নগর স্টেশনে এসে পৌঁছালে যাত্রীরা নেমে দেখেন, পর্যাপ্ত যানবাহন নেই। ফলে অনেক যাত্রীকে প্রায় আধা কিলোমিটার পথ হাঁটতে হয়। মোহাম্মদ নগর স্টেশন, বটিয়াঘাটা, খুলনা, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৩
সেতুর প্রবেশপথের সংযোগ অংশ ভেঙে পড়েছে। এতে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটছে। হোমনা-গজারিয়া সড়ক, পারারবন্ধ, মেঘনা, কুমিল্লা, ১ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২৩
একে তো ভ্যাপসা গরম তার ওপর বিদ্যুৎ-বিভ্রাট তো আছেই। তাই হাতপাখার কদর যেন আরও বেড়েছে। তাই নানা রকমের হাতপাখার পসরা সাজিয়ে বিক্রি করতে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রতিটি রকমভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ১২০ টাকায়। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৩
ঘেরে মাছের খাবারের বস্তার ওপর বসে আছে একটি বক। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৩
বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখনো যাঁদের ধান কাটা শেষ হয়নি, তাঁরাও বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে তাড়াহুড়ো করছেন। মাঠ থেকে ধান কেটে মেশিনের সাহায্যে মাড়াই চলছে। চৌয়াড়া বাজার, কুমিল্লা, ১ জুন
ছবি: এম সাদেক
১২ / ২৩
খেত থেকে মুলা তুলে পরিষ্কার করার পর সেগুলো ঝুড়িতে করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। মহাদেবপুর, পাকশী সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১ জুন
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৩
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশব্যাপী পালিত। টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রং এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হয়। জেনারেল হাসপাতাল, ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৩
মাড়াই শেষে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তিলগাছ সংগ্রহ করছেন কয়েকজন। লক্ষণখোলা, মেঘনা, কুমিল্লা, ১ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২৩
একঝাঁক পানকৌড়ি। তংচংগ্যা পাড়া এলাকা, রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৩
হাওরের পাশের মাঠে পানি জমেছে। সেখানে চরে বেড়াচ্ছে কয়েকটি মহিষ। শিখার খাঁ এলাকা, জৈন্তাপুর, সিলেট, ১ জুন
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৩
কয়েক দফা বৃষ্টিতে পাহাড়ি ঝরনা প্রাণ ফিরে পেয়েছে। ঝরনায় সৌন্দর্য উপভোগ করতে সেখানে ছুটেছেন মানুষ। গাছ কাটা এলাকা, বিলাইছড়ি, রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৩
বাহারি রঙের ব্যাগ বিক্রির জন্য পাবনায় এসেছেন কুষ্টিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আওয়াল। পার্বত্য অঞ্চলে তৈরি এসব ব্যাগ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। প্রতিটি ব্যাগের মূল্য আকার ও প্রকারভেদে ১০০ থেকে ৪০০ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট, পাবনা, ১ জুন
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৩
ঘূর্ণিঝড় রিমালে বাতাসের তোড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছে, যা এখনো ঠিক হয়নি। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ১ জুন
ছবি: সাইয়ান
২০ / ২৩
স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে শিক্ষার্থীদের চোখে পড়ে জামগাছ। দুরন্ত কিশোরেরা লাফিয়ে চড়ে গাছে। আর অন্যরা নিচে থেকে খুঁজতে থাকে পাকা জাম। গ্রামাঞ্চলের চিরচেনা দৃশ্য হলেও শহরাঞ্চলে দুরন্তপনার এমন দৃশ্য বিরল। আদর্শ মহিলা কলেজ, গোপালপুর, পাবনা, ১ জুন
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৩
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত সাড়ে ২০ কিলোমিটার সড়কে সাত বছর ধরে চলছে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ। দফায় দফায় সময় ও ব্যয় বাড়ানো প্রকল্পটির কাজ এখনো শেষ হয়নি। উত্তরার আজমপুর এলাকা, ঢাকা, ১ জুন
ছবি: সাজিদ হোসেন
২২ / ২৩
রাজধানীর দক্ষিণ খান এলাকায় উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশনের লাইন স্থাপনের জন্য সড়ক কাটা হয়েছে অনেক দিন ধরে। এই চরম দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী। চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। দক্ষিণ খান, উত্তরা, ঢাকা, ১ জুন
ছবি: সাজিদ হোসেন
২৩ / ২৩
জনসাধারণের হাঁটার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে তৈরি করা হয়েছিল ওয়াকওয়ে, কিন্তু মাদকাসক্তরা ওয়াকওয়ে ভেঙে লোহা চুরি করে নিয়ে যাচ্ছে। শ্যামপুরের লাল মসজিদ এলাকা, ঢাকা, ১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ