একঝলক (৩০ জানুয়ারি ২০২৪)

১ / ২২
রোপণ করা বোরা ধানের খেতে সেচ দিতে সেচযন্ত্র চালুর চেষ্টা করছেন এক কৃষক। সাদিপুর এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ৩০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২ / ২২
কুমার নদে নৌকায় থেকে বড়শি ফেলে মাছ ধরছেন দুজন। পসরা এলাকা, গেরদা, ফরিদপুর, ৩০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৩ / ২২
সিমেন্টের তৈরি রিং স্ল্যাবে পানি দিচ্ছেন এক শ্রমিক। খটখটিয়া এলাকা, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২২
তিস্তার চর থেকে মিষ্টি কুমড়া তুলে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২২
জমিতে বোনা হচ্ছে বাদামের বীজ। রমাকান্ত এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২২
খেতে পানি দিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন এক কৃষক। আলালচর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
নদীর তীরে ভিড়িয়ে রাখা কয়েকটি বেদে পরিবারের নৌকা। চরবাড়িয়া এলাকা, চরবাড়িয়া, বরিশাল, ৩০ জানুয়ারি
ছবি: সাইয়ান
৮ / ২২
মাটি দিয়ে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করছেন দুই কারিগর। বারপাড়া গ্রাম, কুমিল্লা, ৩০ জানুয়ারি
ছবি:  এম সাদেক
৯ / ২২
আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এ জন্য বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে খাতাসহ অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা, ৩০ জানুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ২২
বোরো খেতে শিকারের অপেক্ষায় একটি শামুকখোল পাখি। নোয়াপাড়া এলাকা, কুমিল্লা, ৩০ জানুয়ারি
ছবি: এম সাদেক
১১ / ২২
ভুট্টাখেত পরিচর্যায় ব্যস্ত কয়েক কৃষিশ্রমিক। ঝাকুয়াকালী এলাকা, পঞ্চগড়, ৩০ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
১২ / ২২
পাট বিক্রি করতে হাটে যাচ্ছেন দুই ব্যবসায়ী। গঙ্গাবরদি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২২
তিস্তার চর থেকে বীজসহ গাছ তুলে বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
রোদের দেখা মিলেছে। এতে শীতও কমেছে সামান্য। তাই বোরোধান রোপণের জন্য জমি তৈরি করছেন চাষিরা। চিলারঝার এলাকা, রংপুর, ৩০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
শীতকালে পদ্মা নদীর পানি কমে গেছে। অল্প পানিতে খেয়া পারাপার হচ্ছেন পাবনা ও কুষ্টিয়া দুই জেলার যাত্রীরা। পদ্মাঘাট, পাবনা, ৩০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২২
একসময় যোগাযোগের দ্রুততম বাহন হিসেবে ব্যবহৃত হতো ঘোড়াগাড়ি। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এখনো এই পেশা ধরে রেখেছেন আজিম উদ্দিন। নাজিরপুর, পাবনা, ৩০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২২
বোরোধানের চারা রোপণ করতে বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি তরুণী। কুতুক ছড়ি এলাকা, রাঙামাটি, ৩০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২২
শীতকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। ফলে চাহিদা বেড়ে যায় মাইকের। অনুষ্ঠান শেষে এক সঙ্গে বেঁধে আনা হচ্ছে মাইকগুলো। আতাইকুলা সড়ক, শালগাড়িয়া, পাবনা, ৩০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২২
বাড়ির পাশের খেত থেকে ফুলকপি তোলা হচ্ছে। বিলভাদুরিয়া, পাবনা, ৩০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২০ / ২২
গাছের সব পাতা ঝরে পড়েছে। ডালে বসে আছে এক ঝাঁক পাখি। বাইগুনী গ্রাম, গাবতলী, বগুড়া,৩০ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২১ / ২২
শীতকালে চা গাছের ডালপালা শুকিয়ে যায়। কচি চা-গাছগুলো সতেজ রাখতে যন্ত্রের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। কুলাউড়া, মৌলভীবাজার, ৩০ জানুয়ারি
ছবি: কল্যাণ প্রসূন
২২ / ২২
দীর্ঘদিন ভক্তিপুর এলাকায় সেতুর উভয়দিকের রেলিং ভেঙে আছে। সংস্কারের অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। মিঠাপুকুর, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম