একঝলক (২ জানুয়ারি ২০২৪)

১ / ১৩
ক্রেতার চাহিদা অনুযায়ী শিল্পী উত্তম পাল তৈরি করছেন টেরাকোটার শিল্পকর্ম। এসব শিল্পকর্ম ৪৩ হাজার টাকায় বিক্রি করবে। রুদ্র পাল মৃৎশিল্প কেন্দ্র, বিজয়পুর, কুমিল্লা, ২ জানুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১৩
জেঁকে বসেছে শীত। কনকনে শীতের মধ্যেই খেত থেকে আগাম জাতের আলু তোলায় ব্যস্ত নারী শ্রমিকেরা। গার্মেন্টস বাজার এলাকা, চিরিরবন্দর, দিনাজপুর, ২ জানুয়ারি
ছবি: রাজিউল ইসলাম
৩ / ১৩
বাড়ির পাশে জলাশয়ে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। সকালের মিষ্টি রোদে যেন ঝিলমিলিয়ে হেসে উঠেছে ফুলগুলো। হিমাইতপুর, পাবনা, ২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৩
বীজ বপনের কয়েক দিনের মাথায় পেঁয়াজের চারা গজিয়েছে। শীতের সকালে বীজতলা নিড়ানির কাজে ব্যস্ত দুই কিষান-কিষানি। শাহনগর, শাজাহানপুর, বগুড়া, ২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৩
কারখানায় পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে পুরোনো কাগজ ও কার্টন। এসব কাগজ কারখানায় নিয়ে মণ্ড তৈরি করে আবার কাগজ তৈরি করা হবে। কিসমত প্রতাপপুর, হিমাইতপুর, পাবনা, ২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
তীব্র ঠান্ডায় জবুথবু মাছরাঙা পাখিটি। জন্তিবাড়ী গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ১৩
রাস্তার ধুলায় মলিন হয়ে গেছে বাগানের সবুজ ঘাস। তাই দুই পায়ে ভর দিয়ে গাছের পাতা খাওয়ার চেষ্টায় ছাগলটি। কুঠিপাড়া, পাবনা, ২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
আশপাশে মাঠ নেই। তাই খেতের ধান তোলা শেষে জমিতে ক্রিকেট খেলার পিচ তৈরি করছেন তাঁরা। দোয়ারিকা ফেরিঘাট এলাকা, বাবুগঞ্জ, বরিশাল, ২ জানুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ১৩
কলার মোচার ফুলে থাকা কীটপতঙ্গ খেতে বসেছে দাগিগলা কাঠঠোকরা পাখিটি। পানবাড়ি এলাকা, রংপুর, ২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
গতকাল বছরের প্রথম দিনে শিক্ষার্থী পেয়েছেন নতুন বই। সেই বই নিয়ে সকালে সাইকেলে চেপে বিদ্যালয়ের পথে তিন শিক্ষার্থী । বিলকেস পাথার, শাজাহানপুর, বগুড়া, ২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ১৩
নিজের তৈরি ঝাঁকা বিক্রির জন্য ভ্যানে সাজিয়ে হাটে নিয়ে যাচ্ছেন বিক্রেতা সোহেল শেখ। গৃহস্থালির কাজে ঝাঁকার চাহিদা থাকে সারা বছর। প্রতিটি ঝাঁকা ২০০ টাকা দরে বিক্রি করেন। বদরপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ২ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৩
পাকুড়গাছের পাতার আড়ালে হাঁড়িচাঁচা পাখিটি। ভান্ডারকোট, বটিয়াঘাটা খুলনা, ২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৩
রোদ কম থাকায় ধান সেদ্ধ করে বাড়ির পাশে খেতে শুকাতে দিয়েছেন এক নারী। সারসি, কাশিপুর, বরিশাল, ২ জানুয়ারি
ছবি: সাইয়ান