একঝলক (২৮ এপ্রিল, ২০২৪)

১ / ২৭
প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলেছে। লম্বা ছুটি শেষে বিদ্যালয়ে এসেছে শিশুশিক্ষার্থীরা। ছুটির পর আবার হাসিমুখে বাড়ি ফিরছে তারা। জিন্দাবাজার, সিলেট, ২৮ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
২ / ২৭
পাবনার চরাঞ্চলে এবার কলার ভালো ফলন হয়েছে। হাটে খুচরায় কলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা হালি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কলা সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। বাদেরহাট, বেড়া, পাবনা, ২৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৭
হাওরে বোরো ধানের খেতের পাশে ঠেলাজাল নিয়ে মাছ ধরতে এসেছেন এই ব্যক্তি। পারাইরচক হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৭
ধান কেটে খেতেই যন্ত্রের সাহায্যে চলছে মাড়াই। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৫ / ২৭
সাইকেলে চেপে শীতলপাটি বিক্রি করতে গ্রামের পথে বেরিয়েছেন দুই ব্যক্তি। নয়াপুকুর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২৭
পাটের খেতে গজিয়েছে আগাছা। দল বেঁধে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। ব্রাহ্মণকান্দা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৭ / ২৭
ধান কেটে সাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক কৃষক। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৭
ফসল তুলে সড়কের পাশে বসে চলছে বিক্রি। কুতুকছড়ি দক্ষিণপাড়া, রাঙামাটি, ২৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৭
কচুরিপানায় ভরে গেছে হাওরের পাশের ছোট খাল। সেই খাল দিয়ে নৌকায় করে ধান আনতে যাচ্ছেন তাঁরা। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৭
কৃষকের ঘরে উঠছে পেঁয়াজের বীজ। মাড়াই শেষে বাড়ির উঠানে রোদে সেই বীজ শুকাচ্ছেন দুই গৃহবধূ। বাজারে প্রতি মণ পেঁয়াজের বীজ বিক্রি হয় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা দরে। পশ্চিম ভাষানচর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১১ / ২৭
তপ্ত রোদে মুলা শাক তুলে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। নয়াপুকুর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৭
প্রচণ্ড দাবদাহে বেড়েছে ফ্যানের চাহিদা। রিকশায় করে ফ্যান নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সাতমাথা এলাকা, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৩ / ২৭
গবাদিপশুকে খাওয়ানোর জন্য বাড়ির উঠানে খড় স্তূপ করছেন দুই নারী। পাঁচপীর মাজার এলাকা, কাহালু, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ২৭
প্রচণ্ড গরমে প্রশান্তি পেতে পুকুরে গোসল করতে নেমেছে শিশু–কিশোরেরা, মেতেছে দুরন্তপনায়। চাকুন্দিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৭
মাছ ধরার ফাঁকে উড়ে বেড়াচ্ছে পানকৌড়ি। হাটুরপাড়া, কাহালু, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ২৭
হাট থেকে সদাই কিনে ট্রলারে করে গ্রামে ফিরছেন ক্রেতারা। প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা, টুকরি ও মাথাল মাথায় দিয়েছেন তাঁরা। কাইকারটেক এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২৭
গরমের মধ্যে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশুশিক্ষার্থী। কামদেবপুর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৭
তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ রোববার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। লক্ষ্মীবাজার এলাকা, ঢাকা, ২৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৯ / ২৭
খেত থেকে কাটা ধান নিয়ে ঘরে ফিরছেন কৃষিশ্রমিকেরা। চুকনগর, ডুমুরিয়া, খুলনা, ২৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৭
প্রচণ্ড গরমের মধ্যে রোদ থেকে রেহাই পেতে রিকশায় ছাতা বেঁধেছেন এক চালক। থানা মোড় এলাকা, কুষ্টিয়া, ২৮ এপ্রিল
ছবি: তৌহিদী হাসান
২১ / ২৭
আড়তে বিক্রির জন্য রাখা হয়েছে কলা। আঠারোমাইল, ডুমুরিয়া, খুলনা, ২৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৭
দাবদাহ থেকে স্বস্তি পেতে বাড়ির পাশের পুকুরে দুরন্তপনায় মেতেছে শিশুরা। শ্রীপুর, গাজীপুর, ২৮ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
২৩ / ২৭
বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। গাড়ারণ, শ্রীপুর, গাজীপুর, ২৮ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
২৪ / ২৭
খেত থেকে বোরো ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। আশেকপুর, শাজাহানপুর, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২৫ / ২৭
তপ্ত দুপুরে মাটি কাটার কাজ করছেন এক দিনমজুর। বিনোদপুর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২৬ / ২৭
কাঠের বাক্সে হরেক রকমের গয়না নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। মেন্দিবাগ, সিলেট, ২৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৭ / ২৭
হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ। শেষ সময় চলছে মাড়াই ও শুকানোর কাজ। মাড়াই শেষে ধান ঝেড়ে নিচ্ছেন দুই নারী। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ