ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বড় পর্দায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি টেলিভিশনে দেখছেন কিছু মানুষ। টিএসসি, ঢাকা, ১৭ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২২
সকালে সবজি বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। সাতমাথা, বগুড়া, ১৭ নভেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ২২
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। ধানমন্ডি, ঢাকা, ১৭ নভেম্বরছবি: জাহিদুল করিম
১৫ / ২২
মাড়াই করা ধান রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। কাউটিয়া, ঘিওর, মানিকগঞ্জ, ১৭ নভেম্বরছবি: আব্দুল মোমিন
১৬ / ২২
চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ১৭ নভেম্বরছবি: দীপু মালাকার
১৭ / ২২
ভাটায় চলছে নতুন মৌসুমের ইট তৈরির কাজ। চণ্ডীভোগ, সিরাজগঞ্জ, ১৭ নভেম্বরছবি: সাজেদুল আলম