ট্রেন ছুটে আসছে তবুও ঝুঁকি নিয়ে রেলসেতুর ওপর দিয়ে চলাচল করছেন বেড়াতে যাওয়া দর্শনার্থীরা। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর, ৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি সামান্য বেড়েছে। নতুন পানিতে মাছ ধরতে জাল ফেলছেন এক শৌখিন মৎস্য শিকারি। পাঞ্জরভাঙ্গা, কাউনিয়া, রংপুর, ৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
ধান-চাল কিংবা পানি সংগ্রহের জন্য বাসাবাড়িতে প্লাস্টিকের ড্রামের চাহিদা রয়েছে। ড্রাম বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। কাজীরবাজার এলাকা, সিলেট, ৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
জমি থেকে রসুন তুলে বাড়ির উঠানে শুকাতে দিয়েছেন চাষি আবদুল আউয়াল। বকুলতলা এলাকা, কাউনিয়া, রংপুর, ৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
ম্যানহোল সংস্কারের জন্য সড়কের মাঝে খুঁড়ে রাখা হয়েছে। সংস্কারকাজ শেষ না হওয়ায় পড়ে আছে ইট-সুরকি। এর পাশ দিয়ে চলছে যানবাহন। চৌহাট্টা এলাকা, সিলেট, ৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩ এপ্রিলছবি: সাজিদ হোসেন
৮ / ১৭
কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়া লম্বা রশিতে বাঁশ বেঁধে উঁচু ভবনের দেয়ালে রং করছেন দুই শ্রমিক। এভাবে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন অনেকে। জিন্দাবাজার, সিলেট। ৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
ডাইং কারখানায় কেমিক্যাল ও রং পরিবহনের কাজে ব্যবহৃত পলিথিনগুলো ধোয়া হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। এসব পলিথিন রোদে শুকিয়ে মানভেদে ৫০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। ফতুল্লা লঞ্চঘাট এলাকা, নারায়ণগঞ্জ। ৩ এপ্রিলছবি: দিনার মাহমুদ
১০ / ১৭
চৈত্রের দুপুরে গ্রামের মেঠো পথে সাইকেল নিয়ে বেরিয়েছে তিন শিশু। বাউয়ারকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট। ৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
ভ্রাম্যমাণ ট্রাক সেলে ন্যায্যমূল্যে ডিম বিক্রি কার্যক্রম চালাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতি হালি ডিম ৩৮ ও ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া শহর। ৩ এপ্রিলছবি: সোয়েল রানা
১২ / ১৭
ঈদসহ বিভিন্ন উৎসবে বাঙালিদের খাদ্যতালিকায় থাকে সেমাই। ঈদ সামনে রেখে এখন সেমাই তৈরিতে কারখানায় ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। প্রতি কেজি লাচ্ছা সেমাই পাইকারিভাবে ১২৫ টাকা দরে বিক্রি হবে। বিসিক শিল্প নগরী এলাকা, কুমিল্লা। ৩ এপ্রিলছবি: এম সাদেক
১৩ / ১৭
হাওরের খেত থেকে মিষ্টিকুমড়া সংগ্রহ করে হাটে নিয়ে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে। হাকালুকি হাওরের কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ প্রকল্প এলাকা, জুড়ী, মৌলভীবাজার। ৩ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
১৪ / ১৭
ঘরের সিঁড়িতে বসে লুডু খেলায় মগ্ন দুই বোন। মুরালিদাহ, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর। ৩ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
অবৈধভাবে যত্রতত্র মাটি কাটার ফলে বেড়েছে নদীভাঙন। তবু প্রকাশ্যে কেটে দেদার বিক্রি করা হচ্ছে নদীর মাটি। যেন দেখার কেউ নেই। পদ্মার চর, পদ্মাঘাট, পাবনা। ৩ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৬ / ১৭
নদীর পাড়ে বাসা তৈরি করেছে গাঙশালিকের দল। পাশাপাশি একসঙ্গে অনেক পাখি গর্ত করে ডিম পাড়ে এসব বাসায়। নদীর মাটি কাটা ও পরিবেশদূষণের ফলে হুমকির মুখে পড়েছে এই পাখিদের প্রজনন। পদ্মার চর, পাবনা। ৩ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৭ / ১৭
টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন স্বল্প আয়ের মানুষেরা। বেলা সাড়ে ১১টা, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ের সামনে, চট্টগ্রাম। ৩ এপ্রিলছবি: জুয়েল শীল