আজ থেকে শুরু হয়েছে পূর্ণিমা। আবহাওয়া খারাপ ও বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ইলিশের আশায় নদীতে নামছেন জেলেরা। প্রয়োজনীয় সরঞ্জাম—জাল, ককসিট, তেল, খাবার, বাঁশসহ নানা জিনিস নিয়ে ছোট লাল রঙের নৌকায় করে ছুটে চলেছেন তারা মাছ ধরতে। প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ইলিশ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সকাল সাড়ে ১০টা, উত্তর কাট্টলী সমুদ্র পাড়, চট্টগ্রাম, ৮ আগষ্টছবি: জুয়েল শীল