এই সময়ে হাওরের অধিকাংশ এলাকাজুড়ে শুধুই বিস্তীর্ণ সবুজ ধানখেত। এর মধ্যে প্রতিটি হাওর ছেয়ে গেছে পিউম ফুলের সৌন্দর্যে। হাওরপাড়ে ফোটা বসন্তের এই ফুল হুড়হুড়ি নামে পরিচিত। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ মার্চছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
তিস্তার চরে ভুট্টাখেতে কাজ করতে যাচ্ছেন কৃষকেরা। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
৪ / ১৯
শুকনা পাটের বান্ডিল বাঁধছেন শ্রমিকেরা। হাটে পাইকারিতে প্রতিমণ পাট ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাহবাসপুর এলাকা, গাবতলী, বগুড়া, ২৭ মার্চছবি: সোয়েল রানা
৫ / ১৯
কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বাড়ছে। নতুন পানিতে এসেছে মাছ। সেই মাছ ধরছেন তিস্তাতীরবর্তী মানুষ। গান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
সবুজ ধানখেতের পাশে খাল। সেই খালে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক শৌখিন শিকারি। লালমাটিয়া এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ মার্চছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
বাড়ির সামনে বসে বাঁশ দিয়ে আপন মনে মুরগির খাঁচা তৈরি করছেন ইনসান আলী। প্রতিটি খাঁচা বিক্রি করবেন ১০০ থেকে ১২০ টাকা। গজঘণ্টা এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
বসন্তের এই সময় বিভিন্ন হাওরে এখনো রয়েছে শীতের পরিযায়ী পাখি। সেখানে নিরাপদ আবাস গেড়েছে পাতি সরালি হাঁস। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ মার্চছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
গাছের ডালে বড় কানাকুয়া পাখিটি। এরা ভূমির কাছাকাছি ছোট ছোট গাছপালায় উড়ে উড়ে কীটপতঙ্গ খায়। এ পাখির সংখ্যা প্রকৃতি থেকে কমে যাচ্ছে। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২৭ মার্চছবি: সাদিক মৃধা
গাছের মগডালে শামুকখোল পাখি। শামুকখোল জলাভূমিতে ঘুরে ঘুরে শামুক ও ছোট কীটপতঙ্গ খায়। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২৭ মার্চছবি: সাদিক মৃধা
১৪ / ১৯
গরমে চাড়িতে রাখা পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছে কবুতর। হাট ফুলবাড়ি এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ মার্চছবি: সোয়েল রানা
১৫ / ১৯
তিন চাকার নছিমন–করিমন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও মালামাল বোঝাই করে অবাধে চলছে এই যান। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আলেখারচর এলাকা, কুমিল্লা, ২৭ মার্চছবি: এম সাদেক
১৬ / ১৯
খেত থেকে ক্ষীরা তুলে ভারে করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক দুলাল মিয়া। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করবেন বলে জানান তিনি। কামারখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৭ মার্চছবি: এম সাদেক
১৭ / ১৯
কয়েক দিনের বৃষ্টিতে সবুজ হয়ে উঠেছে ধানখেত। সেই জমিতে নিড়ানি দিচ্ছেন এই চাষি। চিলারঝার এলাকা, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
চৈত্রের গরম পড়তে শুরু করেছে। তাই হাতপাখার পসরা নিয়ে বিক্রি করতে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। একেকটি হাতপাখা প্রকারভেদে ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রধান ডাকঘরের সামনের এলাকা, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম