একঝলক (২ ডিসেম্বর ২০২৪)

১ / ১৮
শীতের সকালে সড়কের পাশে গুটিসুটি দিয়ে বসে আছে দুই কুকুরছানা। ফুলতলা, খুলনা, ২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ২ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
সকালে কুয়াশার মধ্যে আলো জ্বেলে চলছে সিএনজিচালিত অটোরিকশা। কোর্ট রোড, মৌলভীবাজার, ২ ডিসেম্বর
ছবি: আকমল হোসেন
৪ / ১৮
শীতের সকালে পুকুরের টলটলে পানিতে শাপলা ফুটেছে। পিয়ারপুর, ফরিদপুর, ২ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৮
ছোট্ট নৌকায় করে ভৈরব নদে মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবী। ফুলতলা, খুলনা, ২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
সিলেট নগরের কিনব্রিজের ওপর বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রায় এক বছর ধরে ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ। শুধু হালকা যানবাহন চলাচল করে। কিনব্রিজ, সিলেট, ২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৮
খাবার খাওয়াতে গরু নিয়ে মাঠে যাচ্ছেন রাখাল। অরণ্যপুর, কুমিল্লা, ২ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৮ / ১৮
পথের ধারে জংলি ফুলে প্রজাপতি বসেছে। স্টেশন রোড, সিলেট, ২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
খেজুরগাছে বসেছে কাঠঠোকরা পাখি। বিবির বাজার, কুমিল্লা, ২ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১৮
ঘুরতে ঘুরতে দূরে চলে গিয়েছিল ছাগলছানাটি। দৌড়াদৌড়ির পর অবশেষে পোষা ছানাটিকে ধরতে পেরে কোলে তুলে নিয়ে আসছে এই কিশোরী। মনিদহ, পাবনা, ১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
ভোর থেকে ইট ভাঙেন শাহজাহান মিয়া। এক হাজার ইট ভেঙে তিনি পান ৪৫০ টাকা। প্রতিদিন দুই হাজার ইট ভাঙতে পারেন তিনি। পান্ডারদীঘি, রংপুর, ২ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
বড় বোনের কোলে ওঠার বায়না করেছে ছোট বোন। কান্না থামাতে ছোট বোনকে কোলে নিয়ে রওনা হয়েছে সে। হাটগ্রাম, ভাঙ্গুড়া, পাবনা, ১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
নানা রকমের সার মিশিয়ে আলু রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। কাউনিয়া, রংপুর, ২ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
শুষ্ক মৌসুমে নিচু জমি শুকিয়ে গেছে। সেখানে দেশি মাছ ধরতে নেমেছে এই কিশোর। নিশ্চিন্তপুর গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ২ ডিসেম্বর। নিশ্চিন্তপুর, শিবগঞ্জ, বগুড়া
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
গোলাপ ফুলের বীজ বপনের জন্য নার্সারিতে মাটির প্যাকেট তৈরি করছেন নারী শ্রমিকেরা। কুটিরঘাট, রংপুর, ২ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
আমন ধান কাটা হয়ে গেছে। এখন শর্ষেবীজ বপনের জন্য জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। নিশ্চিন্তপুর গ্রাম, শিবগঞ্জ , বগুড়া, ২ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
কঠোর বিধিনিষেধ মেনে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করছেন পর্যটকেরা। সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার, ২ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ১৮
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে সমাবেশে যোগ দিচ্ছেন চুক্তির সমর্থকেরা। চিংহ্লা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা