একঝলক (৯ মে ২০২৪)

১ / ২২
কাদামাটি জমে ভরাট হয়ে গেছে খাল। রসুলপুর, বরিশাল, ৯ মে
ছবি: সাইয়ান
২ / ২২
গাছজুড়ে শোভা ছড়াচ্ছে হলুদবরণ সোনালু ফুল। ফুলটি সোনাইল, সোঁদাল, বান্দরলাঠি ইত্যাদি নামেও পরিচিত। হাসপাতাল সড়ক, ভাঙ্গুরা, পাবনা, ৯ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
খেত থেকে মরিচ তুলে সেগুলো বালতিতে ভরে নিয়ে যাচ্ছেন চাষি। নয়াপুকুর এলাকা, রংপুর, ৯ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২২
ধান শুকানোর পর সেগুলো ঝেড়ে খড়কুটো পরিষ্কার করছেন চাষিরা। বোধিপুর গ্রাম, রাঙামাটি, ৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
ধান কাটায় ব্যস্ত কৃষিশ্রমিকদের জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছেন একজন। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ৯ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২২
প্রখর রোদে দায়িত্ব পালন করতে মাথায় বাঁশের মাথাল দিয়েছেন এই পৌর ট্রাফিক। সাধারণত রোদ-বৃষ্টিতে মাঠের কাজে এই মাথাল ব্যবহার করেন কৃষক। পৌর এলাকা, ভাঙ্গুরা, পাবনা, ৯ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ২২
ট্রাক থেকে আলুর বস্তা নামিয়ে আড়তে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। বান্দ রোড, বরিশাল, ৯ মে
ছবি: সাইয়ান
৮ / ২২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতিসীমা স্পিড গান দিয়ে পর্যবেক্ষণ করছেন ময়নামতী হাইওয়ে পুলিশের সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ৯ মে
ছবি: এম সাদেক
৯ / ২২
প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে বের হয়েছেন দুই বিক্রেতা। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর ৯ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ২২
বৃষ্টি আর বাতাসে হেলে পড়েছে ধান। নষ্ট হওয়া থেকে বাঁচাতে তাই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষক। নতুন বাজার, চাটমোহর, পাবনা, ৯ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ২২
মাটির টব তৈরির কাজ করছেন একজন। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ৯ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
টেপাখোলা লেকে জাল ফেলে মাছ ধরছেন পেশাদার জেলেরা। টেপাখোলা এলাকা, ফরিদপুর, ৯ মে
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২২
দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এলাকার ভাঙন রোধে বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। ৬ নম্বর ফেরিঘাট এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ মে
ছবি: এম রাশেদুল হক
১৪ / ২২
আনন্দপুর গ্রামের নিজ বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে মোহাম্মদ শাহ জামাল কুটির শিল্পের কাজ করে আসছেন। বাঁশ–বেতের তৈরি দেয়ালচিত্রে ফুটিয়ে তোলেন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। প্রতিটি দেয়ালচিত্র ৩০০ টাকা দরে পাইকারি বিক্রি করেন তিনি। বুড়িচং, কুমিল্লা, ৯ মে
ছবি: এম সাদেক
১৫ / ২২
গোখাদ্যের জন্য খড় শুকাতে দিচ্ছে দুই শিশু। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২২
হঠাৎ করেই ঝুম বৃষ্টি । ভিজেই যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ভ্যানচালক। তালোড়া বন্দর, দুপচাঁচিয়া, বগুড়া, ৯ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ২২
সিলেট বিমানবন্দর সড়কে স্কেটিং করছেন তিনজন। সিলেট ক্যাডেট কলেজের সামনে, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ, দখলদারির অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অভিমুখে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। প্রগতি সরণিতে মার্কিন দূতাবাসের কাছে। ৯ মে
ছবি : তানভীর আহাম্মেদ
১৯ / ২২
সকালবেলা চা-বাগানে চা-পাতা তুলছেন দুই নারী শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
২০ / ২২
তাপপ্রবাহের পর বেশ কয়েক দিন ধরে স্বস্তি দিচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে ছাতা মাথায় কাজে বের হয়েছেন মানুষজন। বাস্তুহারা, খুলনা শহর, ৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২২
গাছজুড়ে ফুটেছে কাঠগোলাপ। নবীগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ, ৯ মে
ছবি: দিনার মাহমুদ
২২ / ২২
সড়কে ধান শুকাতে ব্যস্ত এক নারী। হরিদেবপুর এলাকা, রংপুর, ৯ মে
ছবি: মঈনুল ইসলাম