কয়েক দিনের বৃষ্টিতে খেতে পানি জমেছে। সেই পানির মধ্যেই আমন ধান তুলতে ব্যস্ত কৃষক সোহেল রানা। পাচথুবী গ্রাম, কুমিল্লা, ২৮ আগস্টছবি: এম সাদেক
২ / ১২
কুড়িগ্রামে তিস্তার পানি এখনো বিপৎসীমার ওপরে। তিস্তাতীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। পাকার মাথা, থেতরাই, উলিপুর, ২৮ আগস্টছবি: প্রথম আলো
৩ / ১২
পাট জাগ দেওয়ার এক ফাঁকে পথের ধারে বসে সকালের খাবার খাচ্ছেন তিন কৃষক। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা
৪ / ১২
জলাশয়ে মাছ ধরার আশায় জাল নিয়ে যাচ্ছেন এই মৎস্যশিকারি। শেখপাড়া, রংপুর, ২৮ আগস্টছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
সাইকেলে চড়ে গ্রামে ঘুরে ঘুরে কাঁচা কলা কিনেছেন আনছার আলী। সেই কলা বাড়িতে রেখে পাকলে বিক্রি করবেন তিনি। দড়িনন্দ গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা
৬ / ১২
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিতে মাইকের ব্যবহার বেড়ে যায়। তাই কারখানায় মাইক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। আকৃতি ও মানভেদে এসব মাইক পাইকারিতে ৭০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। শ্যামপুর, ঢাকা, ২৮ আগস্টছবি: দীপু মালাকার
৭ / ১২
শিশুদের খেলার জন্য লালমাটিয়া ত্রিকোণ পার্কে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে স্কেটিং এরিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে এ স্কেটিং এরিয়া বৃষ্টির পানি জমে মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। লালমাটিয়া, ঢকা ২৮ আগস্টছবি: সাজিদ হোসেন
৮ / ১২
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পদচারী–সেতুতে বৃদ্ধ, রোগী, শিশুসহ অনেকেই উঠতে চান না। হাসপাতালের সামনে সড়ক বিভাজকের বাঁশের নিচ দিয়ে চলাচল করেন। কলেজ গেট, ঢাকা, ২৮ আগস্টছবি: সাজিদ হোসেন
৯ / ১২
গ্রাম থেকে আনা নিজের তৈরি প্লাস্টিকের ঝুড়ি বিক্রির আশায় সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন শোভা চাকমা। আকারভেদে প্রতিটি ঝুড়ি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। বড়াদম সেতু, রাঙামাটি, ২৮ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ফাঁক গলিয়ে রাস্তা পারাপার হচ্ছে যানবাহন। জেলা পরিষদ, নারায়ণগঞ্জ, ২৮ আগস্টছবি: দিনার মাহমুদ
সাইকেলে করে হরেক রকমের পণ্য নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় ঘুরে এসব বিক্রি করবেন তিনি। অনন্তপুর, সিলেট, ২৮ আগস্টছবি: আনিস মাহমুদ