একঝলক (২৮ ফেব্রুয়ারি, ২০২৩)

১ / ২৪
মাটির তৈরি কলসি সড়কের পাশে রোদে শুকাচ্ছেন দিলিপ চন্দ্র পাল। প্রতিটি কলসি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করেন তিনি। বারোপাড়া, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২ / ২৪
দূষণ কমাতে সিটি করপোরেশনের কর্মীরা লেকের পানি থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। মিনাবাজার, নারায়ণগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ২৪
ফুলকপির মৌসুম শেষের দিকে। এখন প্রতিটি ফুলকপি পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। বিক্রির জন্য ফুলকপি তুলছেন এক চাষি। ঘাঘটপাড়া, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৪
অটোরিকশা চালানোর অবসরে ঝালমুড়ি, নিমকিসহ নানা মুখরোচক খাবার বিক্রি করেন মাসেম খাঁ। সেভাবেই বিশেষ উপায়ে রিকশাটি বানিয়েছেন তিনি। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৫ / ২৪
ছোট ছোট ট্রলারে চেপে সমুদ্রপথে ঝুঁকি নিয়ে চলাচল করেন সন্দ্বীপ, বাঁশখালী ও কুতুবদিয়ার লোকজন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ১৫ নম্বর ঘাট এলাকা, কর্ণফুলী, চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
৬ / ২৪
নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি মহাসড়কে তিন চাকার যান চলাচল। ধীরগতির এসব যানবাহনের কারণে দূরপাল্লার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পাবনা-ঢাকা মহাসড়ক, জালালপুর, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ২৪
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। সিংহ পোতাব সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, সালথা উপজেলা, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৪
আগামী ১১ মার্চ ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নগরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৯ / ২৪
শ্লীলতাহানির অপমানে কিশোরীর আত্মহত্যার প্রতিবাদে তার সহপাঠীরা ঢাকা-সিলেট মহাসড়কের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মেয়েটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উন্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ২৮ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১০ / ২৪
বসন্ত উৎসবে নানা রঙের সাজসজ্জায় মেতেছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীরা। দিনটি স্মরণীয় করে রাখতে অনেকেই মেতে ওঠেন সেলফি তুলতে। ২৮ ফেব্রুয়ারি
ছবি: শাহ আলম
১১ / ২৪
পাহাড়ি নারীর পরনের কাপড় পিনোন (দোপাট্টা) বুনছেন পাহাড়ি এক গৃহবধূ। বৌধিপুর গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৪
পাকুড়গাছে ফল খেতে এসেছে হড়িয়াল পাখি। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৪
আগামী মার্চ মাসে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। এ লক্ষ্যে সেতুতে কাজ চলছে। মাওয়া প্রান্তে, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সত্যজিৎ ঘোষ
১৪ / ২৪
বাসাবাড়িতে এখনো টিনের তৈরি বালতির কদর রয়েছে। কারখানা থেকে পাইকারি দরে বালতি কিনে ভ্যানে করে নেওয়া হচ্ছে খুচরা দোকানে। ঝালোপাড়া এলাকা, সিলেট, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৪
রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের ঘাঘট নদে বাঘমারা এলাকায় এভাবে দড়ি বেঁধে নৌকায় যাতায়াত করে এলাকাবাসী। এ ছাড়া প্রায় আড়াই কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। একটি সেতুর দাবি দীর্ঘদিনের। ২৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৪
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: তৌহিদী হাসান
১৭ / ২৪
হাওরের পানি শুকিয়ে গেছে। তাই সড়কের ধারে থাকা ডোবায় ডিঙিনৌকা অকেজো হয়ে পড়ে আছে। সেই উল্টো হয়ে পড়ে থাকা নৌকায় পাতিহাঁস বসে আছে। কুর্শা এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৪
কিশোরগঞ্জের হাওরের অনেক এলাকা সবজিখ্যাত। এর মধ্যে নিকলী অন্যতম। হাওরে এবার অন্যান্য ফসলের পাশাপাশি মিষ্টি আলুর ফলন ভালো হয়েছে। এখন মিষ্টি আলু তোলার সময়। তাই কৃষকেরা খেত থেকে মিষ্টি আলু তুলে খেতেই বস্তাবন্দী করার কাজে ব্যস্ত সময় পার করছেন। নিকলী, কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২৪
মাঠে শর্ষে কাটা-মাড়াইয়ে ব্যস্ত একদল নারী। প্রতি বিঘা জমির শর্ষে কেটে নারীরা মজুরি পাচ্ছেন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। ঢাকুইর গ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২০ / ২৪
দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা পরিবার-পরিজন নিয়ে আসছেন কুমিল্লা শালবন বৌদ্ধবিহারে। ২৮ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২১ / ২৪
দূষণে মৃতপ্রায় শীতলক্ষ্যা নদীটি। পাড়ে দাঁড়ালেই কালো কুচকুচে পানি থেকে বের হওয়া দুর্গন্ধ টের পাওয়া যায়। টানবাজার ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২২ / ২৪
ভোলার ১৯০ কিলোমিটার জলসীমা ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে এই এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই আজ দুপুরে মৎস্যজীবীরা নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। নাছিরমাঝি মাছঘাট, সদর উপজেলা, ভোলা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: নেয়ামতউল্যাহ
২৩ / ২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারা এলাকায় এইচপি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২৪ / ২৪
বইমেলায় মশা তাড়াতে ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছাড়া হয়েছে। সেই ধোঁয়ায় বইমেলা প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে পড়েছে। খুলনা বিভাগীয় সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন