একঝলক (২০ ডিসেম্বর ২০২৩)

১ / ১২
ফুলকপির খেতে সার দিচ্ছেন কৃষক মো. আবুল কাশেম। গোলাবাড়ি এলাকা, কুমিল্লা, ২০ ডিসেম্বর
ছবি: এম সাদেক
২ / ১২
খেত থেকে চায়নিজ জাতের শিম তুলে বাছাই শেষে পাইকারিতে বিক্রি করছেন কৃষকেরা। প্রতি মণ শিম ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করেন তাঁরা। পলিপলাশ, শাজাহানপুর, বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১২
নদের পাড়ের পলিমাটি উর্বর হয়ে থাকে। শীতকালে পানি কমে যাওয়ায় নদের পাড়ের পলিমাটিতে শস্য রোপণের জন্য হাল দিচ্ছেন কৃষক। কাপাসিয়া, গাজীপুর, ২০ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৪ / ১২
গ্রামীণ মেঠো পথ ধরে গরু ও ভেড়া চরাতে নিয়ে যাচ্ছেন দুই নারী। বেড়েরবাড়ি, ধনুট, বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১২
কাঠ দিয়ে বানানো হয়েছে বিশেষ ধরনের গাড়ি। গাড়িতে তোলা হয়েছে কয়েক বস্তা ধান। এই ধান শুকাতে দেওয়া হবে। সে জন্য তিন শিশু মিলে গাড়িটিকে ধান শুকানোর স্থানে নিয়ে যাচ্ছে। হারাটি এলাকা, রংপুর, ২০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
খেতে লাউয়ের চারা রোপণ করছেন এক চাষি। ময়নাকুঠি এলাকা, রংপুর, ২০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
সাম্প্রতিক সময়ে রেলপথে নাশকতা বেড়েই চলছে। নাশকতা এড়াতে লালমনিরহাট- সান্তাহার রেলপথে পালা করে রেললাইন পাহারা দিচ্ছেন আনসারের সদস্যরা। সোন্দাবাড়ি এলাকা, গাবতলী, বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১২
কৌট্টা বা জংলি বাদাম। প্রতিটি কৌট্ট ২৫ টাকায় বিক্রি করেন বিক্রেতা। ডাকবাংলা মোড়, খুলনা, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
মাছ শিকার করে বিদ্যুতের তারে বসে রোদ পোহাচ্ছে মাছরাঙা পাখিটি। গোয়ালখালী এলাকা, খুলনা শহর, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
কয়েক দিন আগেই এক টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে মুলা। বর্তমানে চাষিদের কাছ থেকে ৫ টাকা কেজি দরে মুলা কিনছেন পাইকার। সেই মুলা ঢাকায় পাঠাতে ক্যারেটে তোলা হচ্ছে। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
চাষিদের কাছ থেকে লাউ কিনে স্তূপ করে রাখছেন পাইকার। এগুলো ঢাকায় পাঠানো হবে। লদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এখন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বই ভাগ করে দিচ্ছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। বইগুলো বুঝে নিচ্ছেন শিক্ষকেরা। পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর, ফরিদপুর ২০ ডিসেম্বর
ছবি : আলীমুজ্জামান