১ / ১৪
সবুজ মাঠে জন্মানো ছত্রাকের ওপর ফড়িং বসেছে। বৈকালী, খুলনা, ২৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৪
পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মাঠে ইচিং বিচিং খেলায় মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা। কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর এলাকা, নগরকান্দা, ফরিদপুর, ২৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৪
শ্রমিক দিয়ে খেতে বীজ রোপণের সামর্থ্য নেই। তাই স্ত্রী ও সন্তানেরা এই কৃষককে সহযোগিতা করছেন। আড়াইনাও গ্রাম, কালিশুরী-কাছিপাড়া সড়ক, বাউফল, পটুয়াখালী, ২৩ আগস্ট
ছবি: এ বি এম মিজানুর রহমান
৪ / ১৪
ক্লাসের ফাঁকের বিরতিতে বিদ্যালয়ের আঙিনায় দুরন্তপনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, সোনাগাজী, ফেনী, ২৩ আগস্ট
ছবি: আমজাদ হোসাইন
৫ / ১৪
জলাশয়ে মাছ ধরতে সকাল সকাল বেরিয়ে পড়েছেন দুই ব্যক্তি। খটখটিয়া এলাকা, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
কীর্তনখোলা নদীর পাড়ে কচুরিপানা জমেছে। এর মধ্যে লুকিয়ে থাকে ছোট মাছ। খুঁচনি জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ধান গবেষণা রোড, বরিশাল নগর, ২৩ আগস্ট
ছবি: সাইয়ান
৭ / ১৪
ছোট ও বড় প্রতিটি চালতা পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। ভিটামিন সি সমৃদ্ধ এ ফলের বেশ চাহিদা রয়েছে বাজারে। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চালতা দিয়ে বিভিন্ন সবজি রান্না করে। এ ছাড়া মাছ ও মাংসের সঙ্গে মিশিয়ে বিভিন্ন পদ রান্না করা হয়। বনরূপা, রাঙামাটি, ২৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
নতুন পানিতে উত্তাল যমুনা নদী। মেঘলা আকাশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে স্পিডবোটে গাদাগাদি করে রওনা হয়েছেন যাত্রীরা। সুরক্ষার জন্য কারও গায়ে নেই লাইফ জ্যাকেট। কাজিরহাট-আরিচা নৌপথ, বেড়া, পাবনা, ২৩ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
২৫ টাকা কেজি দরে মিষ্টিকুমড়া কিনছেন এই ব্যবসায়ী। এরপর রাজশাহী নগরের পাড়া–মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করবেন। খড়খড়ি হাট, রাজশাহী, ২৩ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১৪
কুমিল্লা লালমাই পাহাড়ের কচুর ছড়া দেশব্যাপী প্রসিদ্ধ। এখন খেত থেকে ছড়া তোলার মৌসুম। ছড়া তোলার পর চলছে বাছাইয়ের কাজ। প্রতি কেজি ছড়া পাইকারি ৬০ টাকা দরে বিক্রি করছেন কৃষকেরা। চৌধুরীখলা গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৩ আগস্ট
ছবি: এম সাদেক
১১ / ১৪
কীটপতঙ্গ খাওয়ার ফাঁকে অলস বসে আছে শালিক পাখি। ডুকরি চরা, গাবতলী, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
ডাইং কারখানার রং ও রাসায়নিক দ্রব্য পরিবহনে ব্যবহৃত পলিথিন ধোয়া হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। গোদনাইলের চিত্তরঞ্জন খেয়াঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৪
তিস্তার চর থেকে ঘোড়ার গাড়িতে পাটখড়ি নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৪
রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল আটটা, রেলওয়ে স্টেশন, রাজশাহী, ২৩ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম