জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবি পার্টি। জাতীয় প্রেসক্লাব, ঢাকাছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
মরিচের বাজার চড়া। জুমে উৎপাদিত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকা। নতুনবাজার, বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ আগস্ট।ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৫
দোকানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। হাতে ফ্যামিলি কার্ড নিয়ে পণ্য কিনতে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন লোকজন। মির্জাজাঙ্গাল, সিলেট, ৬ আগস্টছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বন বিভাগের রোপণ করা বড় বড় গাছ কেটে রাখার পর ক্রেনের সাহায্যে ট্রাকে তুলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ীছবি: এম রাশেদুল হক
৫ / ১৫
বৃষ্টিতে ছাতা মাথায় শহরে কাজে আসছেন গ্রামের নানা শ্রেণি-পেশার লোক। মেডিকেল পাকার মাথা, রংপুর, ৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ঘাটে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ীছবি: এম রাশেদুল হক
৭ / ১৫
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে কৃষক সংগ্রাম পরিষদের মানববন্ধন। প্রেসক্লাব, রংপুর, ৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
গরমে বাড়ে হাতপাখার চাহিদা। যাত্রাকালে যানবাহনের যাত্রীরা অনেকেই হাতপাখা কেনেন। সিলেটে কদমতলী বাস টার্মিনাল এলাকায় ফেরি করে তালপাতার তৈরি হাতপাখা বিক্রি করছেন এক ব্যক্তি। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ৬ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নতুন ভাড়া নির্ধারিত না হওয়ায় অনেক গণপরিবহন আজ সড়কে নামেনি। রাজধানীবাসীকে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বেশি ভাড়া গুনে বাসে যেতে হচ্ছে মানুষকে। কাজলা, ৬ আগস্টছবি: দীপু মালাকার
১০ / ১৫
শিক্ষা ক্ষেত্রে চতুর্থ বিপ্লবের গুরুত্ব ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নেকটার রোবোটিকস অলিম্পিয়াড। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রজেক্ট ঘুরে দেখেন দর্শনার্থীরা। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, ফুলতলা, বগুড়া, ৬ আগস্টছবি: সোয়েল রানা
১১ / ১৫
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রাজশাহী মহানগর যুবদল। মনিচত্বর, সাহেববাজার, রাজশাহী, ৬ আগস্টছবি: শহীদুল ইসলাম
১২ / ১৫
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি খুলনা রেলস্টেশন থেকে কে ডি ঘোষ সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে। পাওয়ার হাউস মোড়, খুলনা, ৬ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিদ্যুতের লোডশেডিং বন্ধ করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সাতমাথা, বগুড়া, ৬ আগস্টছবি: সোয়েল রানা
১৪ / ১৫
ভোলায় ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ। বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন, ঢাকা, ৬ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ১৫
ভ্রমণপিপাসু মানুষের জন্য সারি সারি নৌকা নিয়ে পাল তুলে ঘাটে বসে আছেন মাঝিরা। ভরা নদের বুকে নৌকায় ঘুরে আনন্দ নিতে অনেক পর্যটকই এখানে আসেন। ব্রহ্মপুত্র নদ, জয়নুল উদ্যানসংলগ্ন, ময়মনসিংহ, ৬ আগস্টছবি: আনোয়ার হোসেন