একঝলক (২৬ মে ২০২৪)

১ / ১৩
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর আগে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কুয়াকাটা বেড়িবাঁধ, পটুয়াখালী, ২৬ মে
ছবি: সাইয়ান
২ / ১৩
অ্যালুমিনিয়ামের তৈরি গৃহস্থালি পণ্য বিক্রি করছেন এক ফেরিওয়ালা। সাহবাজপুর, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৩
মাটির তৈরি টব বাড়ির সামনে রাখছেন এক কুমার। পালপাড়া, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
নৌকায় করে পুকুরে মাছের খাবার ছিটিয়ে দিচ্ছেন এক মৎস্যখামারি। জালুয়াপাড়া, কুমিল্লা, ২৬ মে
ছবি: এম সাদেক
৫ / ১৩
ফেরিওয়ালার কাছে কাপড় কিনছেন নারীরা। মমিনপুর, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়ছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা সদর, ২৬ মে
ছবি: এম সাদেক
৭ / ১৩
ঘূর্ণিঝড় রিমাল আসছে। এর আগে তড়িঘড়ি করে কাটা ধান মাড়াই করছেন কৃষকেরা। কামদেবপুর, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৩
ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া সৌন্দর্য ছড়াচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৩
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসক কার্যালয়, বগুড়া, ২৬ মে।
ছবি: সোয়েল রানা
১০ / ১৩
গরমে তালের চাহিদা বাড়ছে। বিভিন্ন স্থান থেকে ট্রাক ভর্তি করে বিক্রির জন্য রাঙামাটি শহরে তাল আনা হয়েছে। তবলছড়ি, রাঙামাটি, ২৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৩
গাছ থেকে লিচু পেড়ে আঁটি বাঁধছেন দুই ব্যক্তি। পাঁচমাইল এলাকা, গাবতলী, বগুড়া, ২৬ মে।
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
টুকরি ও কোদাল কাঁধে নিয়ে কাজের সন্ধানে বেরিয়েছেন দিনমজুরেরা। জিন্দাবাজার, সিলেট, ২৬ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। লালখানবাজার, চট্টগ্রাম, ২৬ মে
ছবি: জুয়েল শীল