একঝলক (১৮ নভেম্বর, ২০২২)

১ / ১৮
আগামীকাল শনিবার সিলেটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই দিনের ধর্মঘট ডাকা হলেও আজ শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ–ঢাকাসহ সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট, ১৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
মাড়াই করা আমন ধান ঝাড়ছেন কুলসুম বেগম। এ কাজের জন্য দৈনিক ২৫০ টাকা মজুরি পান তিনি। পল্লীমঙ্গল এলাকা, বগুড়া সদর, ১৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৮
সাগাটিয়া বিল থেকে পানিফল নিয়ে যাচ্ছেন দুই চাষি। স্থানীয় বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এ ফল। সাগাটিয়া বিল, গাবতলী, বগুড়া, ১৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
বাজারে দেশি মাল্টার চাহিদা রয়েছে। দামও তুলনামূলক কম। পাইকারি দরে প্রতি কেজি মাল্টা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৮
নবান্ন উৎসবে মাছের মেলা চলছে। উথলী, শিবগঞ্জ উপজেলা, বগুড়া ১৮ নভেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১৮
মাছ ধরার কাজে ব্যবহার করা নৌকাটি পিকআপে তুলে তার ওপর বসে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গন্তব্যে ফিরছেন মৎস্যজীবীরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
হাওরপাড়ে অস্তমিত যাচ্ছে সূর্য। বেলা শেষে বাড়ি ফিরছেন দুই জেলে। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ নভেম্বর
ছবি: শিমুল তরফদার
৮ / ১৮
নারী উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন পণ্য নিয়ে তিন দিন ধরে চলছে ‘আলোর হেমন্ত মেলা-২০২২’। মেলায় বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখছেন ক্রেতারা। বিজয়গাথা কমিউনিটি সেন্টার, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
চলছে আমন ধান কাটার মৌসুম। এ সময় ঝুড়ি, কুলাসহ বাঁশ-বেতের তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা থাকে বেশি। বিক্রির জন্য এসব সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী। মিয়ারবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৮ নভেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১৮
তিন দিন ধরে চলছে খুলনা জেলা ইজতেমা। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে খুলনার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন হাজার হাজার মুসল্লি। হ্যাচারির মোড় এলাকা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় নানা উদ্ভাবনী কর্ম নিয়ে স্টল সাজিয়েছেন অংশগ্রহণকারীরা। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ১৮ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৮
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরি শেষে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মাইক সংযোগ দেওয়া হচ্ছে। সিলেট, ১৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। শামীমবাগ, মাতুয়াইল, ১৮ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৮
বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি শিম। কৃষকদের কাছ থেকে পাইকারি দরে কেনা শিম পাঠানো হবে ঢাকায়। ব্যাপারীরা বাজার থেকে প্রতি মণ শিম কিনছেন ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ভবানীপুর, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রামজীবন, সদর উপজেলা, রংপুর, ১৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশের আগে অঘোষিত পরিবহন ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিএনপির নেতা-কর্মীরা নদীপথে সিলেটে আসেন। মজুমদারপাড়া খেয়াঘাট, কানিশাইল, সিলেট, ১৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
পদ্মায় মাছ ধরা পড়ছে কম। তাই জেলেরা নদী থেকে জাল তুলে মেরামত করছেন। চর দেলন্দি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৮ / ১৮
মাছ ধরতে বসেছেন শৌখিন মৎস্য শিকারিরা। ছুটির দিনে বিভিন্ন এলাকায় মাছ ধরতে ছুটে বেড়ান তাঁরা। আকমলের মোড়সংলগ্ন একতার মৎস্য খামার, ডুমুরিয়া, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন