একঝলক (১৫ নভেম্বর, ২০২২)

১ / ১৪
কৃষকের ঘরে উঠছে আমন ধান। এখন দম ফেলার সময় নেই তাঁদের। খেত থেকে ধান কেটে সড়কের পাশে জড়ো করছেন এক কৃষক। সেখান থেকে নেবেন বাড়িতে। ইজার দুর্গাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
২ / ১৪
বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাছ ধরার জাল মেরামত করছেন কৃষ্ণ হালদার। পেশায় তিনি একজন মৎস্যজীবী। চাঁদপুর মাঝিপাড়া, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৪
আলুখেতে সেচ দেবেন। তাই সাইকেলে করে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক নুর আলম। রামজীবন, সদর উপজেলা, রংপুর, ১৫ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
রাখের উপবাসের শেষ দিন আজ মঙ্গলবার। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে দুধ, ফুল, দূর্বা অর্পণের মাধ্যমে মূল মন্দির প্রাঙ্গণে ভক্তি জানাচ্ছেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৪
কীটনাশক ছিটানোর সময় মাস্ক কিংবা অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না চা–বাগানের শ্রমিকেরা। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে যায় তাঁদের। চা জাদুঘর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ নভেম্বর
ছবি: শিমুল তরফদার
৬ / ১৪
ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক টপকে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ।
৭ / ১৪
পাহাড়ি মুলি বাঁশ। নিজের বাগান থেকে কেটে বিক্রির জন্য দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাপ্তাই হ্রদ, বন্দুকভাঙ্গা, সদর উপজেলা, রাঙামাটি, ১৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
বছর ঘুরলেই রং পরিবর্তন হয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনার। কুমিল্লা নগরের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দেয়ালে শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে আঁকা হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক ছবি। ১৫ নভেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১৪
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএসের দোকানে চাল-আটা কিনতে ভোর থেকেই মানুষের দীর্ঘ লাইন। বনানী বাজার, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
উঠানে নিজের হাতে গড়া পাতিল রোদে শুকাতে দিচ্ছেন নিখিল চন্দ্র পাল। রোদে শুকিয়ে পোড়ানোর পর তা বিক্রি করা হবে। প্রতিটি পাতিলের দাম ১৫ থেকে ১৮ টাকা। ডেমাজানি পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১৪
পালংশাকের বীজ বপন শেষ। এখন জমিতে মই দিচ্ছেন মাহফুজার রহমান। প্রতি শতাংশ জমিতে চাষাবাদ ও মই দিয়ে তিনি মজুরি নেন ৪০ টাকা। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে ওএমএসের ট্রাকের সামনে ৩০ টাকা দরে চাল কিনতে ভিড়। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৩ / ১৪
তাল গাছের বাকলের আঁশ দিয়ে তৈরি বিভিন্ন রকমের ঝুড়ি। এসব ঝুড়ি সড়কের পাশে বসে বিক্রি করেন মো. মোখলেসুর রহমান। প্রতিটি ঝুড়ি আকারভেদে ২০-৬০ টাকায় বিক্রি হয়। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ১৫ নভেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ১৪
মায়ের কোলে আড়াই বছর বয়সী মেহেদী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন সে। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার