একঝলক (১৬ আগস্ট ২০২৫)

১ / ২৫
কাপ্তাই হ্রদের নীল জলে চলছে পর্যটকবাহী নৌযান। কাটাছড়ি, রাঙামাটি, ১৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
গবাদিপশুর খাবার শুকনো খড়ের চাহিদা বেড়ে যায় বর্ষায়। নৌকায় করে দূরদূরান্ত থেকে খড় আনা হচ্ছে পাবনায়। চলনবিল, ফরিদপুর, পাবনা, ১৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৫
ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। দিঘী, মানিকগঞ্জ, ১৬ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
৪ / ২৫
খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি দলছুট কালোমুখ হনুমান। খাবার দিতে খুব কাছে যাওয়ায় ভয় দেখাচ্ছে হনুমানটি। জালালপুর, পাবনা, ১৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৫ / ২৫
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। নওয়াববাড়ি, বগুড়া, ১৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ২৫
বর্ষায় বাইরে বের হতে গেলেই দরকার হয় ছাতার। পাড়া–মহল্লায় ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করছেন এই ব্যক্তি। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৫
পাহাড়ি হাটে বিক্রি হচ্ছে জনপ্রিয় খাবার বাঁশ কোড়ল। দেওয়ানপাড়া, রাঙামাটি, ১৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৫
কড়া রোদের মধ্যে মাথায় গামছা দিয়ে নার্সারিতে কাজ করছেন এক শ্রমিক। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৫
বিক্রির জন্য সড়কের পাশে সারি সারি আখ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। গিলন্ড, মানিকগঞ্জ, ১৬ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
১০ / ২৫
খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে নৌকা। কালিতলা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
১১ / ২৫
ঝোপের মধ্যে ভেষজ আকন্দগাছে ফুল ফুটেছে। ইমাম বাজার, মৌলভীবাজার, ১৬ আগস্ট
ছবি: আকমল হোসেন
১২ / ২৫
মাটি ছাড়া জন্মানো ঝুলন্ত শিকড়ের অর্কিড ফুল রয়েছে। আর সরাসরি মাটিতে জন্মায় বলে ফুলটি ‘গ্রাউন্ড অর্কিড’ নামে পরিচিত। কান্দিরপাড়, কুমিল্লা, ১৬ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৩ / ২৫
বর্ষার পানিতে ভরে উঠেছে খাল–বিল। খালে চলছে ডিঙিনৌকা। ডুমুরিয়া, খুলনা, ১৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৫
উজানের ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করেছেন নদী–তীরবর্তী এলাকার মানুষ। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৫ / ২৫
হলুদ ফুলে উড়ে এসে বসেছে একটি মৌমাছি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৫
নোয়াপতং খালের ওপর নির্মিত সোনাই সেপ্রু সেতুটি ধসে পড়ে আছে দীর্ঘদিন। গাছের তৈরি সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে হাজারো মানুষকে। মুরুংক্ষ্যং পাড়া, বান্দরবান, ১৬ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২৫
শ্রাবণের শেষ বিকেলে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। যুগীদহ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ আগস্ট
ছবি:  সাজেদুল আলম
১৮ / ২৫
জন্মাষ্টমীর শোভাযাত্রায় নানা সাজে অংশ নেন ভক্তরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৬ আগস্ট
ছবি: শিমুল তরফদার
১৯ / ২৫
রঙিন ফুলে মধুর খোঁজে প্রজাপতির ওড়াউড়ি। লিচুবাগান, রাঙামাটি, ১৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৫
বৃষ্টির পানি জমে মরে গেছে মরিচগাছ। এ কারণে বর্ষায় বেড়েছে কাঁচা মরিচের দাম। ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ১৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
গাছের ডালে বসে আছে সাদা বক। সবুজের মধ্যে দূর থেকে সাদা বক সহজেই চোখে পড়ে। আজমেরু, মৌলভীবাজার, ১৫ আগস্ট
ছবি: প্রথম আলো
২২ / ২৫
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধার করছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া পাথর সাদাপাথর এলাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। ধোপাগুল, সিলেট, ১৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৫
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া লঞ্চঘাট এলাকার অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাটুরিয়া লঞ্চঘাট, মানিকগঞ্জ, ১৬ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
২৪ / ২৫
ঢাকা–আরিচা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা। সড়কের ওপরে ময়লা চলে আসায় ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনচালকদের। আমিনবাজার, সাভার, ঢাকা, ১৬ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৫
রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযানের সময় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দড়িখরবোনা, রাজশাহী, ১৬ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম