মহাসড়কের পাশে ফেলে রাখা প্লাস্টিক বর্জ্যসহ ময়লা-আবর্জনায় আগুন দেওয়া হয়েছে। এতে ক্ষতিকর ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায়, নারায়ণগঞ্জ, ২৫ মেছবি: দিনার মাহমুদ
২ / ১২
জমি থেকে বোরো ধান কেটে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। পাবলাখালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ মেছবি: পলাশ বড়ুয়া
৩ / ১২
গাছ থেকে পেড়ে আনা কাঁঠাল পাইকারদের কাছে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকালে বসে মৌসুমি ফলের হাট। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ২৫ মেছবি: কল্যাণ প্রসূন
৪ / ১২
খাবার হিসেবে মাছ শিকারের জন্য কাপ্তাই হ্রদে পুঁতে রাখা কাঠের গুঁড়িতে বসে আছে পানকৌড়ি। বালুখালী এলাকা, সদর উপজেলা, রাঙামাটি, ২৫ মেছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে সড়কের দুই পাশের স্থানে স্থানে আকাশমণিগাছ মরে গেছে। এতে মরা গাছ ভেঙে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাঠানিপুল, সাতকানিয়া, চট্টগ্রামছবি: মামুন মুহাম্মদ
৬ / ১২
রংপুর নগরে সড়কের পাশে এখন তালের পসরা। নাটোর থেকে সকালে এসেছে এই তালের ট্রাক। সড়কের পাশে তা স্তূপ করে রাখা হয়েছে। দামও কমেছে। ১০০ তাল বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
সনাতন ধর্মাবলম্বীদের জামাই ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হচ্ছে। নানা রকমের ফুল ও ফলের ডালা সাজিয়ে পূজায় বসেছেন নারীরা। মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির, পালপাড়া, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
দেখতে ছোট, খুব চঞ্চল পাখি তিলা মুনিয়া। সরকারি নাজির আখতার কলেজ চত্বরে, সোনাতলা, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
৯ / ১২
চরাঞ্চলে বাড়ির উঠানে ধান সিদ্ধ করছেন কৃষক আবদুল লতিফ ও বুলবুলি বেগম দম্পতি। এই ধানের চাল সংরক্ষণ করে সারা বছর খাবেন তাঁরা। খাটিয়ামারী চর, সোনাতলা, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
১০ / ১২
যমুনার চরে দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছেন কৃষক মোকছেদ আলী মোল্লা। বাড়ন্ত পাটখেতে নিড়ানি দিচ্ছেন তিনি। খাটিয়ামারী চর, সোনাতলা, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
১১ / ১২
ফুটেছে তিলফুল। তিলফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ইছাপুর গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৫ মেছবি: এম সাদেক
১২ / ১২
দা-বঁটি, কুড়াল, পালা, কোড়ানি, শিকলসহ বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছেন কর্মকার বিক্রেতা। বড়বাজার, খুলনা, ২৫ মেছবি: সাদ্দাম হোসেন