একঝলক (৩ মে ২০২৫)

১ / ২০
এখনো পুরোপুরি পাকেনি লিচু। বড়াদম মানিকছড়ি মুখ, রাঙামাটি, ৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
বুলবুলি পাখিটি ছানার জন্য খাবার নিয়ে এসেছে। বাকছড়ি, রাঙামাটি, ৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
মাছ শিকারের উদ্দেশে হাওরে যাচ্ছেন এক মৎস্যজীবী। বালিখলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ৩ মে
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
ডিঙি নৌকাভর্তি জাল ডাঙায় তুলে রেখেছেন জেলেরা। তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। কাটাছড়ি, রাঙামাটি,৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
দু-এক পশলা বৃষ্টি এর মধ্যে হয়ে গেছে। মে মাসে ঝড়-বাদল বেশি হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ধান ঘরে তুলতে চান কৃষকেরা। মাঠেই চলছে ধান ঝাড়াইয়ের কাজ। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
ঘেরের মাছ শিকারে উড়াল দিয়েছে মাছরাঙা পাখি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
চুপটি বসে শালিক পাখিটি। দিঘী, মানিকগঞ্জ, ৩ মে
ছবি: আব্দুল মোমিন
৮ / ২০
খেত থেকে বোরো ধান কাটছেন কৃষক ও কৃষি শ্রমিকেরা। সাতকানিয়া, চট্টগ্রাম, ৩ মে
ছবি: মামুন মুহাম্মদ
৯ / ২০
বাগানে ফুটে আছে নার্গিস ফুল। সুরভী উদ্যান, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
রঙ্গন ফুল আর ঘাসের মাঝে মিশে আছে একটি প্রজাপতি। সুরভী উদ্যান, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
শজনেগাছে আয়েশ করে বসেছে চড়ুই। জেলা প্রশাসক কার্যালয় চত্বর, বগুড়া, ৩ মে
ছবি: সোয়েল রানা
১২ / ২০
ছোট আকারের রঙিন প্রজাপতিটি ফুলের ওপর উড়ে এসে বসেছে। নানুয়ার দিঘিরপাড়, কুমিল্লা, ৩ মে
ছবি: আবদুর রহমান
১৩ / ২০
বৈশাখের ঝোড়ো হাওয়ায় কিছু এলাকায় ঝরে পড়েছে কাঁচা আম। সেই আম বিক্রির জন্য শহরে নেওয়া হচ্ছে। অনন্ত বাজার, পাবনা, ৩ মে
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
ঈদুল আজহার এখনো দেরি থাকলেও এরই মধ্যে জমে উঠেছে গরু বেচাকেনা। এখন থেকে বেশ কয়েকবার হাতবদল হয়ে এসব গরু শেষ পর্যন্ত বিক্রি হবে দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটে। আরিফপুর, পাবনা, ৩ মে
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
বছরের এ মৌসুমে নিজের কেনা যন্ত্র দিয়ে হাওরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বোরো ধান মাড়াই করেন ষাটোর্ধ্ব আবদুল খালিক। প্রতি বিঘা জমির ফসল মাড়াইয়ে পান প্রায় ৩ মণ ধান। যেখানে মাড়াই চলে, সেখানেই অস্থায়ী ঘর তৈরি করে থাকেন। ৪০ বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত তিনি। হাকালুকি হাওরের কণ্ঠীনালা রাবারবাঁধ এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৩ মে
ছবি: কল্যাণ প্রসূন
১৬ / ২০
বিদ্যুতের খুঁটিতে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মী। ঝুঁকি নিয়ে ওপরে উঠেছেন তিনি, সঙ্গে নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ৩ মে
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
হাকালুকি হাওরের বোরো ধান কাটা শেষের পথে। ধান শুকিয়ে অনেকে ঘরে তুলছেন। আকাশে হঠাৎ মেঘের সাজ দেখে ত্রিপল দিয়ে ধান ঢেকে রাখছেন কয়েকজন নারী। কণ্ঠীনালা রাবারবাঁধ এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৩ মে
ছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২০
ধান, চাল সংগ্রহে রাখতে বাঁশের তৈরি এসব টুকরির চাহিদা বেশ। নদীপথে আনা এসব টুকরি দোকানে রাখা হবে বিক্রির জন্য। চাঁদনীঘাট, সিলেট, ৩ মে
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
গরমে আনারস নিয়ে বসে আছেন এক বিক্রেতা। আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ এনজাইম ব্রোমেলেইন। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’-পাওয়া যায়। এই ফলে আছে ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান, যা দেহের শক্তি বাড়ায়। আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি-১, যা শরীরের জন্য অপরিহার্য। কিনব্রিজ, সিলেট, ৩ মে
ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
হেফাজতে ইসলামের মহাসমাবেশ। স্বাধীনতা স্তম্ভ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩ মে
ছবি: তানভীর আহাম্মেদ