একঝলক (১১ মার্চ ২০২৪)

১ / ১৩
গাছ থেকে পলাশ ফুল ঝরে নিচে পড়েছে। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
শিশুশিক্ষার্থীকে সাইকেলের সামনে বসিয়ে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবক। বাগমারা এলাকা, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য দুই শিশুশিক্ষার্থীকে নিয়ে সড়ক পার হচ্ছেন এক অভিভাবক। টিবিগেট এলাকা, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেছে কুমিল্লা সিটি নির্বাচন। নির্বাচন শেষে প্রার্থীদের পোস্টার সরাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। নুরপুর এলাকা, কুমিল্লা, ১১ মার্চ
ছবি: এম সাদেক
৫ / ১৩
এক জমিতে হালচাষ করেছেন কৃষক। এখন যাচ্ছেন আরেক জমিতে হাল দিতে। রাজবল্লভ এলাকা, রংপুর, গঙ্গাচড়া, ১১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
পবিত্র রমজান উপলক্ষে সিলেটের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার কালীঘাটে ব্যস্ততা বেড়েছে। পণ্য ট্রাকে তুলছেন শ্রমিকেরা। কালীঘাট, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৩
ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। অন্যান্য বছরের তুলনায় এবার সিলেটে খেজুরের দাম চড়া। বন্দরবাজার, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
তিস্তা নদীতে পানি কমেছে। সেখানে মাছ ধরছেন এক জেলে। পশ্চিম ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
ফুলে এসেছে ভ্রমর। পাকুন্দিয়ার খামা এলাকা, কিশোরগঞ্জ, ১১ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৩
ঝরে পড়া পাতা পড়ে আছে সড়কে। সেই সড়কপথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিশু। ইকোপার্ক এলাকা, টিলাগড়, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
খেজুর কিনতে আড়তে এসেছেন খুচরা ব্যবসায়ীরা। প্রায় ৪০ কেজি ওজনের খেজুরের বস্তা বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা থেকে ৬ হাজার ৫০০ টাকা। স্টেশন সড়ক, বগুড়া, ১১ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
মান্দারগাছে এসেছে ফুল। ফুলের মধু আহরণে গাছে এসেছে পাখপাখালি। চেলোপাড়া এলাকা, বগুড়া, ১১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
চরাঞ্চল থেকে জ্বালানি সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে বাড়ি ফিরছেন এক নারী। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১১ মার্চ
ছবি: আলীমুজ্জামান