একঝলক (২৭ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১২
ছাগল লালন–পালনের পর বিক্রি করে সংসার চালান এই নারী। বিলের ফাঁকা জমিতে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে যাচ্ছেন এই নারী। রামজীবন এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
চরাঞ্চলের জমিতে কাজ শেষে বাড়ি ফিরছেন দুই কৃষক। বাড়ি থেকে দূরে এভাবেই হেঁটে কাজে যান তাঁরা। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
বসন্তের বাতাসে দুলছে সবুজ গমের শিষ। পাবনার চরাঞ্চলেও এবার গমের ভালো ফলন হয়েছে। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
পড়াশোনার পাশাপাশি বাবাকে কৃষিকাজে সাহায্য করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাওন আহম্মেদ। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
চরাঞ্চলে ভুট্টা চাষ করছেন কয়েকজন কৃষক। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
বিভিন্ন হাসপাতাল থেকে স্যালাইনের কাচের বোতল নিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রি করেন আবুল কালাম। মহেশপুর এলাকা, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৭ / ১২
নিজের জমিতে টমেটো চাষ করেছেন এই কৃষক। তুলছেন বাজারে বিক্রির জন্য। লক্ষ্মীপুর গ্রাম, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ১২
ঘাঘট নদের হাঁটুপানিতে নেমে কচুরিপানা ও জঙ্গলের নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন এই মৎস্যশিকারিরা। নিসবেতগঞ্জ এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
একই জমিতে মরিচ ও আলু চাষ করেছেন চাষি। এবার আলু তোলার পালা। কেশবপুর এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
ভোরবেলা বেরিয়েছেন প্রসাধনী ও শিশুদের খেলনা বিক্রেতা রবিউল ইসলাম। এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরছেন বিক্রির জন্য। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
পামগাছে খাবার খুঁজছে কাঠঠোকরা পাখি। জিলা স্কুল, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১২
খেত থেকে শিম তুলে বাছাই করছেন পাহাড়ি নারী ও পুরুষ। রেইছা দুংখী পাড়া, বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা