৩. নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন। চলছে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ। সার্টিফিকেট ও ক্রেস্ট পেয়ে বেশ খুশি শারীরিক প্রতিবন্ধী কৃতী ইমন মিয়া। ২৪ জানুয়ারি।ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
সড়কের পাশে তৈরি করা হয়েছে নতুন নর্দমা। সড়কের মাঝখানে পুরোনো নর্দমা ভরাট করা হচ্ছে। সড়কের মাঝখানে নর্দমার পাশ দিয়ে ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলছে এলাকার শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ। ছড়ারপার, সিলেট, ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
সিলেটের নদী সুরমা দিনে দিনে দূষণে সৌন্দর্য হারাতে বসেছে। শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠে বিশাল চর। চরে আটকে আছে ময়লা-আবর্জনা। সেই আবর্জনায় কালো হয়ে গেছে সুরমা নদীর পানি। মাছিমপুর, সিলেট, ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
কম মূল্যে ওএমএসের চাল, আটা নিতে এসেছেন কয়েকজন নারী ও পুরুষ। ভোর পাঁচটায় এসে দোকানের পাশেই যাঁর যাঁর অবস্থানে ইট আর ব্যাগ রেখে লাইন করেছেন। ডিলারের দোকান খোলা হলে সেই লাইন অনুযায়ী পাবেন পণ্য। এত সকালে এসেও তাঁদের পণ্য পেতে প্রায় একটা বেজে যাবে। চাঁদমারি এলাকা, বরিশাল নগর, ২৪ জানুয়ারিছবি: সাইয়ান
৭ / ১৬
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলছে ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান। এতে দূরপাল্লার যানবাহন চলাচলে যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ২৪ জানুয়ারিছবি: সাইয়ান
৮ / ১৬
বৃহস্পতিবার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বিভিন্ন স্থান থেকে তৈরি করে প্রতিমা নিয়ে আসেন কুমিল্লা নগরের রাজেশ্বরী কালীবাড়িতে। কালীবাড়িতে আজ মঙ্গলবার বসেছে প্রতিমার মেলা। ব্যবসায়ীরা প্রতিমাগুলোকে সাজগোজ করে নিচ্ছেন। আকারভেদে প্রতিমা বিক্রি হয় ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে। ২৪ জানুয়ারিছবি: এম সাদেক
৯ / ১৬
সৈয়দপুরের আলমগীর হোসেন নিজের হাতের তৈরি কাগজের ফুল নিয়ে নীলফামারী শহরে এসেছেন বিক্রি করতে। একটির দাম ১০ টাকা। চৌরঙ্গীমোড়, সদর উপজেলা, নীলফামারী, ২৪ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
যমুনা নদীতে ছুটে চলছে খেয়ানৌকা। চরাঞ্চলে বসবাস করা মানুষ এই খেয়ানৌকায় সারিয়াকান্দি উপজেলায় আসেন। কাশিয়াহাটা এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
১১ / ১৬
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীপূজা। পূজার মণ্ডপ সাজাতে প্রয়োজন হয় ফুলের। কাপড়ের তৈরি ফুলের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রাজগঞ্জ বাজার, কুমিল্লা, ২৪ জানুয়ারিছবি: এম সাদেক
১২ / ১৬
হাতে প্রেমজুরি আর ডুমরু বাজিয়ে তালে তালে ছবির বিবরণী দিচ্ছেন বায়োস্কোপওয়ালা জলিল মণ্ডল। দর্শনার্থী শিশুরা কাঠের বাক্সে চোখ লাগিয়ে উপভোগ করছে হরেক রকম দৃশ্যের পর দৃশ্য। সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ নিয়ে রাজশাহী থেকে এসেছেন তিনি। লোক ও কারুশিল্প জাদুঘর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
১৩ / ১৬
নিশাচর ও শিকারি পাখি হিসেবে লক্ষ্মীপেঁচার আচরণ অন্যান্য পাখির মতো। দিনে চুপিসারে বসে থাকলেও গোধূলিলগ্নে শিকারের জন্য সক্রিয় হয়ে ওঠে এই পাখি। দিনের বেলায় নিজের সুবিধামতো গাছের গর্তে বসে থাকে শিকারের আশায়। মাথা বের করে নিজেকে মিশে রেখেছে গাছের গর্তে। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
প্রকৃতিতে এখন শীতের দাপট। চৈত্রের আগে মাঘেই ফেটে চৌচির হাওরের মাঠ। বোরো ধানের খেতে পানিসংকটে ভয়ে আছেন হাওরপারের কৃষকেরা। বোরো খেতে পানি সেচ দিয়ে বাড়ি ফিরছেন এক তরুণ। পিঠাগড়া এলাকা, উফতার হাওর, সিলেট, ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
জলাশয়ের স্বচ্ছ পানিতে ফুটেছে শাপলা ফুল। চলতি পথে শাপলার এমন সৌন্দর্য পথিকের চোখ জুড়ায়। উপরপাড়া এলাকা, সদর উপজেলা, সিলেট, ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৬ / ১৬
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এনআরবিসি ব্যাংকের সহায়তায় বগুড়া বন্ধুসভার বন্ধুরা দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শনপচা চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৪ জানুয়ারিছবি: সোয়েল রানা