একঝলক (১৪ মার্চ ২০২৫)

১ / ১৫
মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে শিশুটির নির্মম মৃত্যুর প্রতিবাদে চাঁদপুরে সর্বস্তরের ছাত্র-জনতা কফিন নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। চাঁদপুর, ১৪ মার্চ
ছবি: আলম পলাশ
২ / ১৫
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে রংপুর নগরের নিসবেতগঞ্জ এলাকায় ঘাগট নদের পানিতে নেমে মানববন্ধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নদীবিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপল ক্লাব’–এর সদস্যরা। রংপুর, ১৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৫
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাইসহ বিভিন্ন নদ-নদী থেকে চলমান বালু লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুরমা রিভার ওয়াটারকিপার। কিনব্রিজ, সুরমা নদীর পাড়, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
ঈদ সামনে রেখে ঢাকা থেকে নানা ধরনের নতুন থান কাপড় কিনে এনে গুদামঘরে রাখছেন এক ব্যবসায়ী। সেন্ট্রাল সড়ক, রংপুর, ১৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
বাড়ন্ত বোরো ধানের খেতে সার ছিটাচ্ছেন গৃহবধূ লতা বেগম। চরকৃষ্ণপুর এলাকা, অম্বিকাপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর ১৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৫
মাগুরায় যৌন নির্যাতনে শিশুর মৃত্যুর বিচার এবং সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যা বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিক্ষোভ মিছিল। বরিশাল, ১৪ মার্চ
ছবি: প্রথম আলো
৭ / ১৫
ফুটপাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৪ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
দোলপূর্ণিমায় আবির খেলায় মেতেছেন তরুণীরা। চেলোপাড়া নব বৃন্দাবন হরিবাসর মাঠ, বগুড়া শহর, ১৪ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ১৫
ধেয়ে আসছে ট্রেন। একটু সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে তার আগে রেললাইন পার হওয়ার চেষ্টা করছেন পথচারী। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ১৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
নিজের বাগান থেকে শজনে সংগ্রহ করে বিক্রির জন্য গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাপ্তাই দেবতা কাঙেল এলাকা, রাঙামাটি, ১৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৫
হবিগঞ্জের অন্যতম নদ সুতাং। এ নদের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা। ৮২ কিলোমিটার দীর্ঘ সুতাং নদটি হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই এবং চুনারুঘাট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত। শিল্পবর্জ্যে এ নদের পানি এখন কুচকুচে কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ ও দূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। বুল্লা এলাকা, হবিগঞ্জ, ১৪ মার্চ
ছবি: প্রথম আলো
১২ / ১৫
বায়ুদূষণে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দীর্ঘদিন ধরে। দেশের রাজধানী শহরে বায়ুর মান মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আইন অমান্য করে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে বাস চলছে দেদার। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৪ মার্চ
ছবি: জাহিদুল করিম
১৩ / ১৫
ঈদ সামনে রেখে দূরপাল্লার গাড়ির প্রয়োজনীয় মেরামত ও রং করার কাজে ব্যস্ত শ্রমিকেরা। ডেমরা, ঢাকা, ১৪ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৫
মাগুরায় যৌন নির্যাতনে শিশুর নিহতের ঘটনার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কাফনমিছিল করে। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৫
দোল উৎসবে রাধাকৃষ্ণের মূর্তিতে আবির দেওয়ার পর প্রার্থনা করছেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা, ১৪ মার্চ
ছবি: দীপু মালাকার