একঝলক (২৮ জুন ২০২৫)

১ / ২১
প্লাস্টিকের ভিড়ে মাটির পুতুল বা খেলনা হারিয়ে গেছে অনেকটাই। তবে বিভিন্ন মেলায় তা পাওয়া যায়। পাবনা রথের মেলায় মাটির খেলনা। জয় কালীবাড়ি মন্দির, পাবনা, ২৮ জুন
ছবি: হাসান মাহমুদ
২ / ২১
মৌসুমি ফল কাঁঠাল বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। শাহবাজপুর, রংপুর, ২৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
বিশ্ব পরিবেশ দিবসে ছাদবাগান বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে নাটোর জেলা প্রশাসন ভবনের এই ছাদবাগান। জেলা প্রশাসন ভবন, নাটোর, ২৮ জুন
ছবি: মুক্তার হোসেন
৪ / ২১
সকালে সাইকেলের টায়ার নিয়ে ফাঁকা সড়কে খেলায় মেতেছে শিশু। মমিনপুর, রংপুর, ২৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
কাঁঠালের পসরা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ২৮ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
ভ্যানে করে মাছের পোনা বিক্রি করতে যাচ্ছেন এক বিক্রেতা। খুলনা সিটি বাইপাস লিংক সড়ক, ২৮ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
গ্লোবাল ডে অব অ্যাকশন উপলক্ষে ‘ঋণ বাতিল ও জলবায়ু ন্যায্যতা’র দাবিতে সিলেটে সাইকেল র‍্যালির আয়োজন করেন পরিবেশবাদী সংগঠন সুরমা ওয়াটার কিপার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সিলেট সাইক্লিং কমিউনিটির সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৮ জুন
ছবি: আনিস মাহমুদ
৮ / ২১
ধান কাটা এখন শেষ প্রায়। বাড়ি ফিরছেন কৃষকেরা। জানপুর, রংপুর, ২৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
বনমালী শিল্পকলা কেন্দ্র ও কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের শিল্পীদের পরিবেশনায় ‘কবি বন্দে আলী মিয়া স্মরণসন্ধ্যা’র আয়োজনে শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তন, পাবনা, ২৭ জুন
ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
দ্রুততম হিসেবে অতীতে জনপ্রিয় ও একমাত্র বাহন ছিল ঘোড়ায় টানা গাড়ি, যা টমটম নামে পরিচিতি। বর্তমানে সেই গাড়ির আর প্রচলন নেই। তবে বিভিন্ন অনুষ্ঠান বা মেলায় হঠাৎ দেখা যায় এমন গাড়ি। গাছপাড়া বাইপাস, পাবনা, ২৮ জুন
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
খেয়া নিয়ে ঘাটের উদ্দেশে রওনা হয়েছেন এক ব্যক্তি। সিন্দুরিয়া, সাভার, ঢাকা, ২৮ জুন
ছবি: সুমন ইউসুফ
১২ / ২১
ঘেরের পানিতে কংক্রিটের খুঁটিতে বসে শিকারে নজর কানিবকের। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ২৮ জুন
ছবি: সাদিক মৃধা
১৩ / ২১
টলটলে জলে ফুটে আছে লাল শাপলা ফুল। পৌরসভার পুকুর, মৌলভীবাজার, ২৮ জুন
ছবি: আকমল হোসেন নিপু
১৪ / ২১
নৌকায় পাল উড়িয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে চরে যাচ্ছেন এক কৃষক দম্পতি। মদনখালী, ডিক্রির চর, ফরিদপুর, ২৮ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২১
তীরে এনে কার্গো ট্রলারের রং করানো হচ্ছে। মদনখালী, ডিক্রির চর, ফরিদপুর, ২৮ জুন
ছবি আলীমুজ্জামান
১৬ / ২১
কৃষক শাহ আলম ১৮ শতাংশ জমিতে কাঁকরোল চাষ করেছেন। এরই মধ্যে ফলন আসতে শুরু করেছে। লালমাই, কুমিল্লা, ২৮ জুন
ছবি: আবদুর রহমান
১৭ / ২১
বাতাসে ধান থেকে খড়কুটো আলাদা করছেন এক কিষানি। নিমঘুটু, গোদাগাড়ী, রাজশাহী, ২৮ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৮ / ২১
ধান লাগানোর জন্য জমি প্রস্তত করা হচ্ছে। গোদাগাড়ী, রাজশাহী, ২৮ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২১
দুর্ঘটনা রোধে যত্রতত্র সড়ক পারাপার বন্ধে সড়ক বিভাজকের ওপর বসানো হচ্ছে লোহার প্রতিবন্ধক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরসরাই পৌরবাজার, চট্টগ্রাম, ২৮ জুন
ছবি: ইকবাল হোসেন
২০ / ২১
প্রখর রোদ আর গরমে হাঁপিয়ে উঠেছেন রিকশাচালক। মাথায় গামছা দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৮ জুন
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
ডেঙ্গুর প্রাদুর্ভাবের সঙ্গে বেড়েছে মশারি বেচাকেনা। সিটি সুপারমার্কেট, ফুলবাড়িয়া, ঢাকা, ২৮ জুন
ছবি: মীর হোসেন