একঝলক (২৩ অক্টোবর ২০২৫)

১ / ২১
হেমন্তের সকালে মিষ্টি রোদে চা-কুঁড়ি। তারাপুর চা-বাগান, সিলেট, ২৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ২১
বাড়ির আঙিনায় ফুটে আছে দোলনচাঁপা ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৩ / ২১
খাবারের খোঁজে বিলের ধারের আগাছার ডালে বসে আছে বুলবুলি। পারাইর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
লাল-বুক টিয়া মেলেছে ডানা। বন বিভাগ কার্যালয়, খাগড়াছড়ি, ২৩ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ২১
সাত সকালেই মাছ শিকারের অপেক্ষায় বসে আছে এক পানকৌড়ি। দোয়ারপাড়া, গাবতলী উপজেলা, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ২১
বিলে পানি ফলগাছ সুরক্ষিত রাখতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তবে বেশি কীটনাশক গাছের জন্য ক্ষতিকর। খলিশাকুড়া সেতু, গাবতলী, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ২১
বাড়ির আঙিনায় ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খেতে এসেছে শালিকের ঝাঁক। সাধনাপুর লুম্বিনী টিলা, রাঙামাটি, ২৩ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২১
কলার মোচা ফুলের রস খেতে এসেছে সুচালো লম্বা ঠোঁট মৌটুসি পাখি। ঘাগড়া কলাবাগান, রাঙামাটি, ২৩ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
বাড়ির পাশে জলাশয়, সেখানে ফুটে আছে লাল শাপলা। বাঘমারা, সিলেট, ২৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
রোদ ঝলমলে দিনে সবুজ পাতার মাঝে গোলাপি জবা ফুলের সমাহার। খানজাহান আলী সেতু, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তাই জেলেদের মাছ ধরার নৌকা খুঁটিতে বাঁধা। জাবুসা, রূপসা, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
ইটভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর মৌসুম। ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। চানকুঠি, রংপুর, ২৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
পুরোনো বইখাতা ট্রাকে তুলছেন শ্রমিক। এসব বই নিয়ে যাওয়া হবে বগুড়ায়। সেখানে কারখানায় গলিয়ে আবার কাগজ তৈরি করা হবে। নিউ সদরঘাট রোড, বরিশাল, ২৩ অক্টোবর
ছবি: সাইয়ান
১৪ / ২১
সুদৃশ্য মডেল মসজিদের প্রতিচ্ছবি পড়েছে পুকুরের পানিতে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ অক্টোবর
সাজেদুল আলম
১৫ / ২১
১৪. সূর্যাস্তের সময়ে নৌকা বেয়ে কাশবনের দিকে যাচ্ছে দুই শিশু। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ২৩ অক্টোবর। ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২১
হেমন্তের সকালে শিমের ফুলে জমে আছে শিশিরবিন্দু। তিনগাছা, দাপুনিয়া, পাবনা, ২৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। শুরু হয়েছে লেপ-তোশক বানানো। লেপ বানানোর আগে তুলা প্রস্তুত করেছেন এক কারিগর। দাপুনিয়া, পাবনা, ২৩ অক্টোবর।
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
হেমন্তের সকালে কৃষকের বাড়ির আঙিনায় যন্ত্রের সাহায্যে চলছে আমন ধান মাড়াই। আদমপুর, ফরিদপুর, ২৩ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২১
হেমন্তের পড়ন্ত বিকেল সূর্যের আলোয় বর্ণিল রূপ নিয়েছে মেঘ। গোয়াইনঘাট, সিলেট, ২৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
টাইফয়েড টিকা নিচ্ছে এক শিশু। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
২১ / ২১
সকালের নরম রোদে শুরু হয়েছে কর্মব্যস্ততা। পদ্মার চর থেকে ঘোড়ায় টানা গাড়িতে মরা ধঞ্চেগাছ নেওয়া হচ্ছে বাড়িতে। পদ্মাঘাট, পাবনা, ২৩ অক্টোবর।
ছবি: হাসান মাহমুদ