সাত সকালেই মাছ শিকারের অপেক্ষায় বসে আছে এক পানকৌড়ি। দোয়ারপাড়া, গাবতলী উপজেলা, বগুড়া, ২৩ অক্টোবরছবি: সোয়েল রানা
৬ / ২১
বিলে পানি ফলগাছ সুরক্ষিত রাখতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তবে বেশি কীটনাশক গাছের জন্য ক্ষতিকর। খলিশাকুড়া সেতু, গাবতলী, বগুড়া, ২৩ অক্টোবরছবি: সোয়েল রানা
বাড়ির পাশে জলাশয়, সেখানে ফুটে আছে লাল শাপলা। বাঘমারা, সিলেট, ২৩ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১০ / ২১
রোদ ঝলমলে দিনে সবুজ পাতার মাঝে গোলাপি জবা ফুলের সমাহার। খানজাহান আলী সেতু, খুলনা, ২৩ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তাই জেলেদের মাছ ধরার নৌকা খুঁটিতে বাঁধা। জাবুসা, রূপসা, খুলনা, ২৩ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
ইটভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর মৌসুম। ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। চানকুঠি, রংপুর, ২৩ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
পুরোনো বইখাতা ট্রাকে তুলছেন শ্রমিক। এসব বই নিয়ে যাওয়া হবে বগুড়ায়। সেখানে কারখানায় গলিয়ে আবার কাগজ তৈরি করা হবে। নিউ সদরঘাট রোড, বরিশাল, ২৩ অক্টোবরছবি: সাইয়ান