একঝলক (১৫ এপ্রিল ২০২৩)

১ / ১০
টানা দাবদাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু জমির ধানে এখন প্রচুর পানি দরকার। তাই ডিপ থেকে জমিতে সেচের পানি দিতে আসা কৃষক প্রচণ্ড রোদে ছাতা মাথায় অপেক্ষা করছেন গাছতলায়। রাধাকান্তপুর, দোগাছি, পাবনা, ১৫ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২ / ১০
চারদিকে খাঁ খাঁ রোদ। হাওরের সোনালি ফসলের রাস্তা দিয়ে ঠেলাগাড়িতে করে নাতি আলিফকে নিয়ে যাচ্ছেন দাদা আবুল হাশেম। নাতিকে প্রচণ্ড রোদ থেকে রক্ষা করতে ঠেলাগাড়িতে ছাতা দিয়ে বসিয়ে রেখেছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা এলাকা, ১৫ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১০
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে চলছে বৈশাখের ধান মাড়াই উৎসব। ধানের খড় উড়ে গিয়ে ঝুলছে চলমান বিদ্যুতের তারে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। করিমগঞ্জের জয়কা, কিশোরগঞ্জ, ১৪ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১০
দাবদাহের প্রভাব প্রাণিকুলেও। একটু স্বস্তির জন্য গরুকে গোসল করাচ্ছেন এক কৃষক। ছবিটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকইল গ্রাম থেকে ১৫ এপ্রিল তোলা
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১০
একদিকে গরমের আরাম, অন্যদিকে মাছ শিকার। ডলু নদে মাছ ধরছেন দুই জেলে। গাটিয়াপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৫ এপ্রিল
ছবি: মামুন মুহাম্মদ
৬ / ১০
রাজশাহী নগরের আশপাশের উপজেলাগুলো থেকে ট্রেনে করে কলা নিয়ে এসে রাজশাহীর বিভিন্ন পাড়ামহল্লা ঘুরে বিক্রি করেন ব্যবসায়ীরা। রাজশাহী রেলওয়ে স্টেশন, ১৫ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১০
উল্টো পথে চলতে থাকা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বারপাড়া। দাউদকান্দি, কুমিল্লা, ১৫ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১০
সকালবেলা জাল দিয়ে মাছ ধরতে তিস্তা নদীর পারে যাচ্ছেন এই জেলে। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইচলি এলাকা থেকে ১৫ এপ্রিল তোলা
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
আগাম জাতের বোরো ধান মাড়াই করছেন চাষিরা। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ এলাকা থেকে ১৫ এপ্রিল তোলা
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
কয়েক দিনের টানা প্রচণ্ড রোদ আর খরায় তিস্তা নদীর পানি শুকিয়েছে। কম পানিতে বিশেষ পদ্ধতিতে বৈরালি মাছ ধরছেন জেলেরা। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ১৫ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম