একঝলক ( ২৭ সেপ্টেম্বর ২০২৩)

১ / ১৮
সিলেট নগরের বিভিন্ন এলাকায় চলছে নতুন করে নালা সংস্কারের কাজ। সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে নালার মাটি ও ইট। সংকুচিত সড়কে ভোগান্তি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। নগরের তালতলা এলাকা সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেন কয়েকটি হোটেলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। বান্দ রোড, বরিশাল, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৮
১৪ শতাংশ জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষক নসু মিয়া। সবুজ রূপ ধারণ করেছে ধানখেত। কীটপতঙ্গ থেকে রক্ষা পেতে খেতে কীটনাশক দিচ্ছেন। পালপাড়া এলাকা, কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৮
অসচেতন চলাচলে সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। হেলমেট ছাড়া সড়কে দিব্যি চলে মোটরসাইকেল। খোজারখলা এলাকা, সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
নগরের বিভিন্ন এলাকা ঘুরে ঝাল বিক্রি করেন এই ফেরিওয়ালা। কাজীরবাজার সেতু, সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এই ভাসমান শিশুরা। কয়েক দিন আগে অস্থায়ী আশ্রয় গেড়েছে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের পেছনের আমবাগানে। সেখানে খেলায় মেতেছে ভাসমান শিশুরা। ভবানীগঞ্জ, বাগমারার, রাজশাহী, ২৭ সেপ্টেম্বর
ছবি: প্রথম  আলো
৭ / ১৮
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়। কাচারিবাজার এলাকা,রংপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
বাজারে পালং শাকের ব্যাপক চাহিদা। দামও বেশি। তাই বিক্রির জন্য খেত থেকে পালং শাক তুলছেন এক কৃষক। খোট্রাপাড়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
মরিচের বেডে কীটনাশক ছিটাচ্ছেন একজন নার্সারি ব্যবসায়ী। বিজলি জাতের মরিচের বীজ বপন করেছেন তিনি। খোট্রাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
সাপ্তাহিক হাটের দিন সাত সকালেই গোয়ালন্দ বাজারের উদ্দেশ্যে রিকশা-ভ্যান ও নছিমন বোঝাই করে পাট বিক্রির জন্য ছুটে চলছেন গৃহস্থরা। বাহাদুরপুর সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৭ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৮
হ্যান্ডমাইকে হাঁকডাক ছেড়ে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে ব্রয়লার মুরগি বিক্রি করছেন জলিল শেখ। প্রতি কেজি মুরগি ১৭০ টাকায় বিক্রি করছেন তিনি। স্বজনের রায়ের ডাংগি এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
গবাদিপশুর খাবারের জন্য বাড়ির উঠানে বসে ধানের খড় কাটছেন গৃহবধূ রাহিমা বেগম। ডাংগি এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৮
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শোভাযাত্রা। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের শিক্ষার্থীরা হলের সামনে খালি জায়গায় বিভিন্ন সবজিসহ লাল শাকের চাষ করেছেন। ছাত্রাবাসে খাবারের জন্য রান্না হয় এসব শাকসবজি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
যানজট পাবনা শহরের নিয়মিত বিষয়। এর ভেতর আবার সড়কের পাশে নির্মাণসামগ্রী বালু ফেলে রাখায় যানজট আরও প্রকট আকার ধারণ করেছে। কলেজ গেট, রাধানগর, পাবনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
পাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ফুরমোন পাহাড় এলাকা, রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনই এমভি বার আউলিয়া জাহাজে করে দ্বীপটিতে ৫১৭ পর্যটক আসেন। জেটি ঘাট, সেন্ট মার্টিন, ২৭ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ১৮
ধীরে ধীরে কমতে শুরু করেছে নদী-নালা, খাল-বিলের পানি। শৌখিন মৎস্য শিকারিরা বিভিন্ন জাল দিয়ে শিকার করছেন মাছ। ধরা পড়ছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। ভান্তী বালিখাড়া, বুড়িচং, কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক