একঝলক (১ অক্টোবর ২০২৩)

১ / ২৪
প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই নারী। মধ্য নরসিংপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
২ / ২৪
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শচীন দেববর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে স্থাপিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। দক্ষিণ চর্থা এলাকা, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: এম সাদেক
৩ / ২৪
আমন ধানের জমিতে শেষ মুহূর্তের বালাইনাশক স্প্রে করছেন এক চাষি। রামজীবন, রংপুর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৪
রোদের তাপ বেশ প্রখর। গরমও অনুভূত হচ্ছে বেশি। ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। চৌহাট্টা এলাকা, সিলেট, ১ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৪
ভেঙে আছে পয়োনিষ্কাশন নালার ঢাকনা। ঝুঁকি এড়াতে বাঁশ দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলের শিশুসহ পথচারীরা। ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার ভোলাইল এলাকা, নারায়ণগঞ্জ, ১ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৪
লোহার স্ট্যান্ডে স্যান্ডো গেঞ্জি সাজিয়ে রাখছে কিশোর বিক্রেতা ফয়সাল আহমদ। গরমে এ গেঞ্জির চাহিদাও বেড়েছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ১ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৪
ধীরে ধীরে কমতে শুরু করেছে নদী–নালা–খাল–বিলের পানি। এই সুযোগে শৌখিন কয়েকজন মৎস্যশিকারি জাল নিয়ে নেমেছেন মাছ শিকারে। টিক্কা চর ব্রিজ এলাকা, কুমিল্লা সদর, ১ অক্টোবর
ছবি: এম সাদেক
৮ / ২৪
গ্রামে গ্রামে ঘুরে প্রসাধনসামগ্রী ও সিলভারের তৈরি হাঁড়িপাতিল বিক্রি করেন সামসুল ইসলাম। মাওরাবাড়ি, দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২৪
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ নার্স ও মিডওয়াইফদের ভাতা দেওয়ার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর, ১ অক্টোবর
ছবি: প্রথম আলো
১০ / ২৪
রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশুশিক্ষার্থী। গুপ্তমারি, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৪
ইলিশের শেষ মৌসুম চলছে। জালে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা না পড়ায় হতাশ মৎস্যজীবীরা। ঘাটে আগের সেই হাঁকডাক নেই। আগে সাগরে মৌসুমের শেষ সপ্তাহে প্রচুর ইলিশ ধরা পড়ত। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। কাটগড় গঙ্গা স্নানঘাট, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম, ১ অক্টোবর
ছবি: জুয়েল শীল
১২ / ২৪
মায়ের সঙ্গে ভেড়া চরাতে বেরিয়েছে শিশুটি। বটিয়াঘাটা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৪
ফরিদপুরের বিভিন্ন এলাকায় এ বছর আখের ফলন ভালো হয়েছে। কৃষকেরা খেত থেকে আখ কেটে এনে হাটে বিক্রি করছেন। কৃষ্ণপুর এলাকা, কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর উপজেলা, ফরিদপুর, ১ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৪
পাকা বটফলের খোঁজে বসন্তবৌরি পাখিটি। হাটবাটি, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৪
ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে মশা নিধন কার্যক্রম চালানো হয়। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৪
রংপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে ১ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করা হচ্ছে। রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরের কাছারী বাজার এলাকায় খোলা ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু হয়। রংপুর সদর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৪
সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া বাজারে খানাখন্দে একটি ট্রাক আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। কচুয়া বাজার, সখীপুর, টাঙ্গাইল
ছবি: প্রথম আলো
১৮ / ২৪
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে ট্রলারে নদীপথে নিয়ে আসা হয়েছে গ্যাসের সিলিন্ডার। খালি সিলিন্ডার রেখে ভরা সিলিন্ডার নিয়ে যাওয়া হবে। মেহেন্দীগঞ্জ থেকে ট্রলারে আনা–নেওয়ায় সিলিন্ডারপ্রতি ১৩ টাকা নেওয়া হয়। আর খালাস করতে দিতে হয় ১৭ টাকা। ধান গবেষণা সড়ক, বরিশাল নগর, ১ অক্টোবর
ছবি: সাইয়ান
১৯ / ২৪
বর্ষাকাল শেষে আবার জমে উঠেছে নতুন ও পুরোনো সাইকেলের হাট। প্রতিটি সাইকেল বিক্রি হচ্ছে প্রকারভেদে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। লালবাগ হাট, রংপুর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
সম্প্রতি টানা বৃষ্টিতে সবখানে পানি জমেছে। তাই মাছ ধরতে জালের চাহিদাও বেড়েছে। নানা রকমের জাল হাটে বিক্রি হচ্ছে প্রতিটি ১ হাজার থেকে ৫ হাজার টাকায়। লালবাগ হাট, রংপুর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৪
কলার দাম বেশ চড়া। সারা দেশে কলার এখন বেশ চাহিদা। চাহিদা মেটাতে রংপুর থেকে কক্সবাজার নেওয়া হচ্ছে কলা। চাষি ও ব্যবসায়ীরা দামও পাচ্ছেন ভালো। ধর্মাদাস এলাকা, রংপুর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৪
ভোরে মেঘের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত পর্যটকেরা। সারা বছর ঋতুবৈচিত্র্যে নানা রূপে ধরা দেয় সাজেকের পাহাড়গুলো। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক রুই লুই পর্যটনকেন্দ্র। ১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২৩ / ২৪
চট্টগ্রাম থেকে জাহাজে বরিশাল এসেছে কয়লা। কীর্তনখোলা নদীর তীরে রাখা জাহাজ থেকে এসব কয়লা খালাস করে শ্রমিকেরা ট্রাকে তুলছেন। কয়লা নিয়ে যাওয়া হবে বরিশালের বিভিন্ন ইটভাটায়। প্রত্যেক শ্রমিক সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। ধান গবেষণা সড়ক, বরিশাল নগর, ১ অক্টোবর
ছবি: সাইয়ান
২৪ / ২৪
জুমচাষি নিজের খেত থেকে তোলা হলুদ ফুল রাঙামাটি শহরে বনরূপায় বিক্রি করতে এসেছেন। পাঁচটির এক আঁটি ফুল বিক্রি করছেন ১৫ টাকায়। সবজি হিসেবে হলুদ ফুলের বেশ চাহিদা রয়েছে। রাঙামাটি, ১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা