একঝলক (১৫ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১১
বাঁশ কেটে প্রথমে পাতলা পাত তৈরি করা হয়। এরপর সেগুলো দিয়ে মুরগির খাঁচা তৈরি করছেন শফিকুল ইসলাম। এসব খাঁচা প্রতিটি বিক্রি করেন ১০০ টাকায়। বাতাসন এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১১
নাতির ছেলেকে পিঠে করে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন বৃদ্ধা মছিরন বেওয়া। লতিফপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তাসহ ৩৩০ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেরত পাঠানো হয়। নৌবাহিনী জেটিঘাট, উখিয়ার ইনানী কক্সবাজার, ১৫ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
৪ / ১১
সরকারি মহিলা কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। বসন্তকে বরণ করতে শিক্ষার্থীরা সেজেছেন রংবেরঙের সাজে। কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ১১
পাহাড়ি তরুণ সুজন চাকমা নিজের বাগানের আতাফল বিক্রি করতে সড়কের পাশে পসরা সাজিয়েছেন। ৫–৭টি ফল ১২০ টাকা। রাঙামাটি–চট্টগ্রাম সড়কের সাপছড়ি যৌথ খামারপাড়া এলাকা, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন তিন মৎস্যজীবী। চাঁদনীঘাট, সিলেট, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১১
খেত থেকে ধনেপাতা তুলে এনেছেন তিনি। বাজারে বিক্রির আগে নদীর পানিতে পাতার আঁটি ধুয়ে নিচ্ছেন বিক্রেতা। তোপখানা এলাকা, সিলেট, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১১
সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের সঙ্গে নিজেরা যে উত্তর দিয়েছে, সেগুলো মেলাতে মনোযোগী শিক্ষার্থীরা। জিলা স্কুল, খুলনা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
বিদ্যালয় ছুটি হয়েছে কিন্তু বাবা মাঠে কাজ করছেন। বাবার সঙ্গে বাড়িতে ফিরবে বলে শিশুটি সড়কের ধারে বসে লেখাপড়া করছে। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
হাঁটুপানিতে নেমে স্রোতের বিপরীতে বিশেষ এই জাল টেনে মাছ ধরছেন এক জেলে। ইসলামপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
পাইকার গুদাম থেকে পাট বিক্রি করতে স্তূপ করছেন। এখন পাট বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম