একঝলক (৪ নভেম্বর ২০২৫)

১ / ১১
আমন ধানখেতের পাশ দিয়ে চলে গেছে মেঠো পথ। আর নীল আকাশে সাদা মেঘ ছুটে বেড়াচ্ছে। বংকুরা, নেছারাবাদ, পিরোজপুর, ৩ নভেম্বর
ছবি: সাইয়ান
২ / ১১
কৃষকের ঘরে উঠছে আমন ধান। খেত থেকে ধান কেটে এনে বাড়ির উঠানে যন্ত্রের সাহায্যে মাড়াই করে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। পানাইল, আলফাডাঙ্গা, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১১
একসময়ের খরস্রোতা মধুমতী নদী। এখন গতিপথ পরিবর্তিত হয়ে বাঁওড়ে পরিণত হয়েছে। পড়ে আছে পরিত্যক্ত ফেরিঘাটের পন্টুন। গোপালপুর, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১১
বিচ্ছু। ভয়ংকর একটি পোকা। শীত আসার আগে এই পোকা বেশি দেখা যায়। ভাঙা মুড়া, কাপ্তাই, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
পানি কমছে কাপ্তাই হ্রদে, অল্প পানিতে ছোট চিংড়ি ও মাছ শিকারে সাদা বকগুলো দল বেঁধে নেমেছে। আলুটিলা, রাঙামাটি, ৩ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা ৬. বাগানে ফুটে আছে বকফুল। সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
৬ / ১১
বাগানে ফুটে আছে বকফুল। সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
৭ / ১১
চরের মাঝে মালামাল নিয়ে ছুটছে ঘোড়ার গাড়ি। এক সময়ের দ্রুতগামী এই বাহন এখন টিকে আছে শুধু চরাঞ্চলেই। চর শিবরামপুর, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১১
সড়কের পাশে ডোবায় ফোঁটা কচুরি ফুল তুলে নিচ্ছে শিশুরা। গোপালপুর, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১১
হেমন্তের এই সময় পাকা ধানের ম ম সুবাস ছড়িয়ে পড়েছে গ্রামীণ এলাকায়। কয়েক দিন বাদে পয়লা অগ্রহায়ণ শুরু হবে বাঙালির নবান্ন উৎসব। চর ঘোষপুর, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ১১
ডুমুর গাছে পাকা ডুমুর ফল খেতে এসেছে শালিক পাখি। বংকুরা, নেছারাবাদ, পিরোজপুর, ৩ নভেম্বর
ছবি: সাইয়ান
১১ / ১১
গ্রামাঞ্চলে খুব সকাল থেকেই শুরু হয়ে যায় কর্মব্যস্ততা। পাল্লা দিয়ে নিজেদের কাজে নেমে পড়েন বিভিন্ন পেশার নারী-পুরুষ। চর শিবরামপুর, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ