রঞ্জনাগাছের লাল বীজগুলো দেখতে খুব সুন্দর। সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বলে এর নাম ‘রেড লাকি সিড’। অনেকে এই বীজ দিয়ে আংটি, মালা, দুল বানান। এ গাছের বহুমুখী উপকারিতা রয়েছে। পাতা, বাকল ও বীজ ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। রঞ্জক বা রং এ গাছ থেকে পাওয়া যায় বলে এর নাম রঞ্জনা। নুহাশপল্লী, গাজীপুর, ২২ নভেম্বরছবি: সাদিক মৃধা