একঝলক (২২ নভেম্বর ২০২৫)

১ / ১৭
মাঠ পেরিয়ে আলপথে বাড়ির দিকে চলেছে এক শিশু। উলিপুর, তাড়াশ, সিরাজগঞ্জ, ২২ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
২ / ১৭
পানগাছের গোড়ায় মাটি দিচ্ছেন কৃষক। বলরামপুর, রংপুর, ২২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
খেত থেকে ধান কেটে নিয়ে গেছেন কৃষক। খেতে পড়ে থাকা অংশ কুড়িয়ে নিচ্ছেন এক নারী। ভাসানচর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৭
ধান কাটা আর মাড়াইয়ের ধুম পড়েছে, তাই মাড়াইযন্ত্র নিয়ে যাচ্ছেন এই চাষি। ভেলুপাড়া, রংপুর, ২২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
আইন অমান্য করে রাজবাড়ীর বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে ছোট জাটকা ইলিশ মাছ বিক্রি চলছে। দৌলতদিয়া বাজার, রাজবাড়ী, ২২ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৭
আড়িয়ল খাঁ নদের তীরে জন্মানো কচুরিপানা কেটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি, বাড়িতে নিয়ে এগুলো গবাদিপশুকে খাওয়ানো হবে। নোমোরহাট, বাবুগঞ্জ, বরিশাল, ২২ নভেম্বর
ছবি: সাইয়ান
৭ / ১৭
শীতের সকালে গাছের ফাঁকফোকর দিয়ে সূর্যের আলো সড়কে পড়েছে। প্রকৃতিতে সৃষ্টি হয়েছে আলো–ছায়ার খেলা। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২২ নভেম্বর
ছবি: সাইয়ান
৮ / ১৭
বাড়ির সামনে বারান্দায় বসে ঐতিহ্যবাহী পদ্ধতিতে সুতা গোটানোর কাজ করছেন এক বম নারী। বেথানীপাড়া, বান্দরবান, ২২ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১৭
মিষ্টি রোদে ছোট ভাইকে সাইকেলে বসিয়ে ঘুরতে বেরিয়েছেন বোন। উজানীপাড়া, বান্দরবান, ২২ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১০ / ১৭
জেলেরা বেড়াজাল ফেলে মাছ আহরণ করছেন কাপ্তাই হ্রদে। রাজবন বিহার, রাঙামাটি, ২২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৭
বিলেতি ধনেপাতাখেতের আগাছা পরিষ্কার কাজ করছেন মারমা জনগোষ্ঠীর এক দম্পতি। তম্বপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
রঞ্জনাগাছের লাল বীজগুলো দেখতে খুব সুন্দর। সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বলে এর নাম ‘রেড লাকি সিড’। অনেকে এই বীজ দিয়ে আংটি, মালা, দুল বানান। এ গাছের বহুমুখী উপকারিতা রয়েছে। পাতা, বাকল ও বীজ ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। রঞ্জক বা রং এ গাছ থেকে পাওয়া যায় বলে এর নাম রঞ্জনা। নুহাশপল্লী, গাজীপুর, ২২ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
১৩ / ১৭
গাছে থোকায় থোকায় ঝুলছে বিলিম্বি ফল। ডলুপাড়া, বান্দরবান, ২২ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৪ / ১৭
এই মৌসুমে নানা রকমের সামাজিক আয়োজনে গোলাপের চাহিদা বেড়েছে। বাগান থেকে গোলাপ তুলে পাইকারি বিক্রি করবেন চাষি আনিসুল হক। পক্ষীফান্দা, রংপুর, ২২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
বছরের শুরুতেই নতুন পাঠ্যবই দেওয়া হবে, তাই ঢাকা থেকে নতুন ছাপানো বই আনা হয়েছে। সেই বই সংরক্ষণ করছেন শিক্ষা কার্যালয়ের কর্মীরা। কাছারিবাজার, রংপুর, ২২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
হেমন্তের সকালে গ্রামীণ মাঠ থেকে আমন ধান নিয়ে বাড়িতে ফিরছেন একদল কৃষক। শাবরুল, শাজাহানপুর, বগুড়া, ২২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ১৭
সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২২ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান