একঝলক (২৭ ফেব্রুয়ারি ২০২৫)

১ / ১৮
সৌন্দর্য ছড়াচ্ছে গোলাপি কাঠগোলাপ। টাইগারপাড়া, বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
২ / ১৮
ইচিংবিচিং খেলায় মেতেছে শিশুরা। বাঘাইছড়ি, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
গাছের ডালে বসে আছে একটি পাখি। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
রঙ্গন ফুলে বসেছে রঙিন প্রজাপতি। খাস্রাং পাহাড়, সাজেক, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
শোলমারি ও কাজীবাছা নদীর মোহনায় সকালের চিত্র। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
ট্রাক থেকে তরমুজ নামানোর পর তা গুদামে নেওয়া হচ্ছে। সিটি পার্ক মার্কেট, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
পাইকারি বাজারে বিক্রির জন্য বরই সাজিয়ে রাখা হয়েছে। সিটি পার্ক মার্কেট, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
গাছের সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পালন করেছে বান্দরবান বন বিভাগ। এই কর্মসূচির অংশ হিসেবে গাছ থেকে পেরেক অপসারণ করছেন এক বনকর্মী। থানচি বাসস্ট্যান্ড, বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
৯ / ১৮
বিক্রির জন্য নিজের বানানো মগসহ হরেক রকমের পণ্য নিয়ে বসেছেন এক তরুণ। রুইলুই, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
পুকুরে জাল টেনে মাছ ধরছেন পেশাদার জেলেরা। আদমপুর, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
ঘোড়ার গাড়িতে চড়ে শহর থেকে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়োয়ান। চর মাধবদিয়া, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়। এ সময় ভ্যানে করে খেজুর বিক্রি করেন অনেকে। প্রতি কেজি খেজুর প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
হাওরাঞ্চলে অনেকেই ভেড়া পালন করেন। শুষ্ক মৌসুমে হাওরে ঘাস খেতে ব্যস্ত ভেড়ার পাল। গোবিন্দপুর, সুনামগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
টিসিবির পণ্য নিতে ভিড়। কে কার আগে নিতে পারে, সে প্রতিযোগিতা চলছে। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
পদ্মা নদীতে লতিফ মোল্লার জালে সাড়ে ১০ কেজি ওজনের বাগাড় মাছ উঠেছিল। পরে দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি তোলা হয়। ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৬ / ১৮
গ্রামীণ আঁকাবাঁকা পথ ধরে অটোরিকশা নিয়ে গন্তব্য যাচ্ছেন এক চালক। বেড়েরবাড়ি, ধুনট, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা ছয় দশকের বেশি সময় ধরে হাতে ভাজা মুড়ি উৎপাদন করছেন। রমজানে মুড়ির চাহিদা বেশি থাকায় ব্যস্ত সময় পার করছেন উৎপাদনকারীরা। লক্ষ্মীপুর, বরুড়া, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
১৮ / ১৮
রমজান মাস সামনে রেখে নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য আড়ত থেকে কিনে ট্রলারে তুলতে ব্যস্ত শ্রমিকেরা। এই পণ্য ট্রলারে করে নদীপথে মুলাদী নিয়ে যাওয়া হবে। বালুঘাট, বরিশাল, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান