একঝলক (২৭ নভেম্বর, ২০২২)

১ / ১৩
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে লালমনিরহাট দল কুড়িগ্রাম দলকে ৭-০ গোলে পরাজিত করে। শেখ রাসেল স্টেডিয়াম, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
নৌশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতাসহ ১০ দফা দাবিতে সারা দেশের মতো বরিশাল নদীবন্দরের সব রুটের নৌযান শ্রমিকেরা কর্মবিরতিতে, লঞ্চ চলাচলও বন্ধ। নদীবন্দর, বরিশাল, ২৭ নভেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৩
কৃষক ভুট্টাখেতে সেচ দিচ্ছেন। জোড়গাছা সেতু, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
গোয়ালন্দ উপজেলার জৈনদ্দিন সরদারপাড়া ও সাহাজদ্দিন মাতুব্বরপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া দুদুখানপাড়া খালের যাতায়াতের একমাত্র পথ এ বাঁশের সাঁকো। ৬০ বছরের বেশি সময় ধরে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে তৈরি সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আসা–যাওয়া করে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৭ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৩
ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে ইটভাটার নিবন্ধন সহজীকরণ কয়লার দাম কমানোর দাবিতে মালিক ও শ্রমিকেরা নগরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। কাছারিবাজার, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
বিলের পর বিলজুড়ে আবাদ হয় সবজির। হেমন্তের এ সময়ে মাঠ ভরে উঠেছে সবজিতে। নারীরা জমি থেকে দল বেঁধে সবজি তুলে আনছেন বিক্রির জন্য। বদেশ্বরী, ঠাকুরগাঁও, ২৭ নভেম্বর
ছবি: মজিবর রহমান খান
৭ / ১৩
বর্ষার সময় লাকড়ির চাহিদা মেটাতে আগ থেকে আঁটি বেঁধে সংরক্ষণ করার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসে লাকড়ি কেটে নিচ্ছেন এক নারী। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৩
শীতের অতিথি আসতে শুরু করেছে। বালিহাঁস দলে দলে ঘুরে বেড়ায় এক জলাশয় থেকে অন্য জলাশয়ে। বাগধানী, পবা, রাজশাহী, ২৭ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৩
শীত আসতেই চাহিদা বেড়ে গেছে শীতপোশাকের। ছেলেদের ব্লেজার শীতপোশাকের মধ্যে অন্যতম। মানভেদে ১৮০০ থেকে ৩৮০০ টাকার মধ্যে ব্লেজার পাওয়া যায়। জিলা স্কুলের সামনের মার্কেট, কুমিল্লা, ২৭ নভেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১৩
আমন ধান কেটে ঘরে তোলার ধুম পড়েছে কৃষক পরিবারে। ধান কাটার পর মাড়াই শেষে রোদে শুকানোর পর চিটা ধান আর খড়কুটো পরিষ্কার করা হচ্ছে। রাঙা পানি মোন ঘর, রাঙামাটি, ২৭ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৩
‘ডা. শহীদ মিলন দিবস’ উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৭ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৩
পানি কমে গেছে তিস্তা নদীতে। হেঁটে হেঁটে নদীর মাঝখানে মাছ ধরতে গেছেন মৎস্যশিকারি। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
চা-শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘চা-শ্রমিক জাতীয় কনভেনশন’–এর আয়োজন করে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন কমিটি। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন চা-বাগানের শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ