বড়শির সঙ্গে কেঁচো গেঁথে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন কাশেম সরদার। এসব বড়শি জলাশয়ে ভাসিয়ে রাখলে কেঁচো খেতে এসে মাছ আটকে থাকে। বছরের অন্য সময় মাঠে কৃষিকাজ করলেও বর্ষার মৌসুমে মাছ শিকার করেন তিনি। রাখালগাছি, মালিগাছা, পাবনা, ২৩ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ