পথের পাশে ফুটেছে হলুদ ড্যানডেলিয়ন ফুল। আগাছা-পরগাছা হিসেবে বনে-জঙ্গলে জন্মালেও এই গাছের রয়েছে ভেষজ গুণ। বয়রা, খুলনা, ১৭ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ২৭
সাতসকালে কাজে বের হয়েছেন রিকশাচালকেরা। ঠান্ডা থাকলেও জীবিকার তাগিদে গরম কাপড়ে মুড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছেন তাঁরা। রেলওয়ে ওভারব্রিজ, ঈশ্বরদী, পাবনা, ১৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ২৭
ঘোড়ার গাড়িতে ইটবোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের জুমাদ্দার ডাঙ্গি। গোয়ালন্দ, রাজবাড়ী। ১৭ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
৪ / ২৭
নদীর পানি শুকিয়ে যাওয়ায় ঘাটে রাখা আছে বড় কাঠের নৌকা। সেই নৌকার মাথায় দড়ি বেঁধে দোলনা বানিয়ে খেলায় মেতেছে এক শিশু। গরুছাড়া ঘাট, ষাটধার, নিকলী, কিশোরগঞ্জ, ১৬ জানুয়ারিছবি: তাফসিলুল আজিজ
৫ / ২৭
খালে বুড়িগঙ্গার জোয়ারের পানি ঢুকছে। সেই পানিতে পাওয়া যাচ্ছে শোল, বোয়াল, বাইম, পুঁটি প্রভৃতি মাছ। সেসব মাছ ধরতে জাল ফেলছেন জেলে। কাশিপুর, নারায়ণগঞ্জ, ১৭ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
৬ / ২৭
৫১তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় লৌহগোলক নিক্ষেপে অংশ নেয় শিক্ষার্থীরা। ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় চত্বর, ফরিদপুর, ১৬ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৭ / ২৭
২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। বাগানবাড়ির কালী গাছতলা কালীবেদি মন্দির, ঠাকুরপাড়া, কুমিল্লা, ১৭ জানুয়ারিছবি: এম সাদেক
৮ / ২৭
রাজধানীর ৩০০ ফিট সড়ক এলাকায় রেস্তোরাঁয় বিক্রির জন্য রায়েরবাজার থেকে রাজহাঁস কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। একেকটির দাম পড়েছে ১ হাজার ৪০০ টাকা আর বিক্রি করা হবে ২ হাজার টাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৬ জানুয়ারিছবি: জাহিদুল করিম
৯ / ২৭
মহানায়িকা পাবনার কন্যা সুচিত্রা সেনের নবম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে তাঁর পৈতৃক বাড়িতে নানা আয়োজনে পালিত হয় দিনটি। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাস রাজশাহীর সহকারী হাইকমিশনার মনোজ কুমার। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ১৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১০ / ২৭
ওএমএসের পণ্যবাহী ট্রাক তখনো আসেনি। এর আগে থেকে মানুষজন অপেক্ষা করছেন ন্যায্যমূল্যে ওএমএসের পণ্য কেনার জন্য। কেউ বসে আছেন, কেউ আছেন দাঁড়িয়ে। সকাল ৯টা, সুরমা পয়েন্ট, সিলেট, ১৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১১ / ২৭
শীমাই আলু বা গাছ আলু। পাহাড়ে আলুর এমন ফলনে বেশ খুশি এই নারী। ছড়াগ্রাম, পানছড়ি, খাগড়াছড়ি, ১৭ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
বিভিন্ন জাতের বরইয়ের পসরা বিক্রির জন্য সাজিয়ে বসেছেন মনির হোসেন। প্রতি কেজি বরই ১৫০ থেকে ২৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। কান্দিরপাড়, কুমিল্লা, ১৭ জানুয়ারিছবি: এম সাদেক
১৪ / ২৭
গত দুই দিন কুয়াশার কারণে সূর্যের দেখা দেরিতে পাওয়া গিয়েছিল। আজ মঙ্গলবার সকালে ঝলমলে রোদ থাকায় সেই রোদে খেলনা সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই ভাই–বোন। পলাশপুর, বরিশাল নগর, ১৭ জানুয়ারিছবি: সাইয়ান
১৫ / ২৭
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দীঘা উচ্চবিদ্যালয় মাঠ, বাঘা, রাজশাহী, ১৭ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৬ / ২৭
টিফিনের সময় বিদ্যালয়ের মাঠে খেলায় মেতেছে শিশুরা। দীঘা উচ্চবিদ্যালয় মাঠ, বাঘা, রাজশাহী, ১৭ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৭ / ২৭
শুকনো মৌসুমে সিলেটের সুরমা নদীর বিভিন্ন এলাকায় চর জেগে উঠেছে। নদীর চরে খোলা আকাশের নিচে পলিথিন আর ছেঁড়া কাপড়ের তাঁবু বানিয়ে জলজীবিকার জন্য বসবাস করছেন যাযাবর বেদে সম্প্রদায়ের মানুষজন। মুরাদপুর, সদর উপজেলা, সিলেট, ১৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৮ / ২৭
নৌকায় করে নদীতে ভেসে ভেসে জাল দিয়ে মাছ ধরেন তাঁরা। অলস সময়ে সুরমা নদীর চরে মাছ ধরার ছোট নৌকায় নতুন কাঠ লাগিয়ে মেরামত করে নিচ্ছেন। মুরাদপুর, সদর উপজেলা, সিলেট, ১৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৯ / ২৭
কাকডাকা ভোরে মানুষের আনাগোনা শুরু হওয়ার আগেই শহর পরিষ্কার–পরিচ্ছন্ন করে ফেলেন একদল পরিচ্ছন্নতাকর্মী। কনকনে ঠান্ডা বা ঘন কুয়াশা উপেক্ষা করেও নিজেদের কাজ করে চলেছেন তাঁরা। ফকিরের বটতলা, ঈশ্বরদী, পাবনা, ১৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
২০ / ২৭
সিলেটের বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি থাকে। যানবাহনের জন্য গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হয়। বেলা একটা, সিলেট–তামাবিল মহাসড়ক, খাদিমনগর, সিলেট, ১৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
ভুট্টাখেতে নাংলা দিয়ে নিড়ানি দিচ্ছেন কৃষক সাইফুল ইসলাম। তিনি এবার সাড়ে তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। মাড়িয়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৭ জানুয়ারিছবি: সোয়েল রানা
২৩ / ২৭
বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। সড়ক বর্ধিত করতে চলছে খোঁড়াখুঁড়ি। এতে সড়কে প্রচণ্ড ধুলার সৃষ্টি হয়। এভাবেই প্রতিদিন ধুলার মধ্য দিয়ে ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় পথচারীরা। ঢাকা শিশু হাসপাতাল, শ্যামলী, ১৭ জানুয়ারিছবি: আশরাফুল আলম
২৪ / ২৭
বুড়িগঙ্গার আদি চ্যানেল পরিষ্কার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে নবাবগঞ্জ থেকে কামরাঙ্গীরচরের পারাপার হওয়ার জন্য ব্যবহৃত অবৈধ সেতুটি ভেঙে ফেলা হয়। কিন্তু এলাকাবাসী ভেঙে ফেলা সেতুর জায়গায় ইট ফেলে এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হয়। অথচ এখান থেকে একটু দূরে আরেকটি সেতু রয়েছে। কামরাঙ্গীরচর, ঢাকা ১৭ জানুয়ারিছবি: আশরাফুল আলম