একঝলক (১০ সেপ্টেম্বর ২০২২)

১ / ১৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। হাডুডু খেলার দুরন্তপনায় মেতে উঠেছে একদল কিশোর। মুসলিমবাগ টাওয়ার মাঠ, কামরাঙ্গীরচর, ১০ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১৪
পথের ধারে ঝাঁক বেঁধে খাবার খাচ্ছে শালিক পাখি। পাখিগুলোকে দিনে দুই বেলা খাবার দেন স্থানীয় আবুল কালাম। কলোনি এলাকা, বগুড়া, ১০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৪
বিলের পানিতে মাছ ধরতে যাওয়ার আগে জালের ছেঁড়াফাটা অংশে সেলাই করে নিচ্ছেন পেশাদার দুই মৎস্যশিকারি। সাদিপুর, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৪
এবার দুর্গাপূজায় সাতটি প্রতিমা তৈরির ফরমাশ পেয়েছেন বিদ্যুৎ কুমার পাল। ১৫ হাজার টাকায় বানানো প্রতিমা ভ্যানে করে মণ্ডপে পৌঁছে দিচ্ছেন। মাঝিরা বন্দর, শাজাহানপুর, বগুড়া, ১০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
ভোর থেকেই তাপ ছড়ানো রৌদ্রোজ্জ্বল দিন। ভাদ্র মাসের ভেসে বেড়ানো মেঘের কারণে মাঝেমধ্যেই যেখানে-সেখানে হঠাৎ নেমে আসে ক্ষণিকের ঝুম বৃষ্টি। গামলা দিয়ে মাথা ঢেকে বৃষ্টিতে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে কিশোর। ঢাকা-পাবনা মহাসড়ক, মাধপুর, পাবনা, ১০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৪
মহাসড়কে তিন চাকার ভটভটি মালামালে বোঝাই, তার ওপর আবার অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-পাবনা মহাসড়ক, আতাইকুল, পাবনা, ১০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৪
পাবনায় পুলিশের সাবেক এক সদস্যসহ দুই ভাইকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ুমিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন এলাকাবাসী। ভবানীপুর, তাঁতীবন্দ, সুজানগর, পাবনা, ১০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৪
মধুপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিণ্ডদানে অংশগ্রহণ করেন বৌদ্ধ পুণ্যার্থীরা। রাজবন বিহার প্রাঙ্গণ, রাঙামাটি, ১০ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। যমুনা সার কারখানা, জামালপুর, ১০ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১০ / ১৪
মাথায় তাল নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছে দুই শিশু। ভান্তী, বুড়িচং, কুমিল্লা, ১০ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১৪
তালপাতা দিয়ে তৈরি করা হাতপাখা বিক্রি করতে যশোর থেকে খুলনায় এসেছেন আনোয়ার মল্লিক। গরমে এ পাখার চাহিদা অনেক। পাইকারিতে প্রতিটি ৩০ টাকা এবং খুচরা হিসেবে প্রতিটি ৫০ টাকায় বিক্রি করেন আনোয়ার। গোয়ালখালী, খুলনা, ১০ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৪
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় লেবুর ভালো ফলন হয়। স্থানীয় এসব লেবুর চাহিদাও বেশ। বাজারে তাই বেচাকেনাও ভালো। সিলেটের পাইকারি বাজার সোবহানীঘাটে প্রতিদিন লেবু বেচাকেনা চলে। সোহানীঘাট, সিলেট, ১০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৪
সিলেট এলাকার টিলা-ঝোপঝাড়ে এখনো বানর রয়েছে। অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে আসে বানর। সড়কের পাশে ফুটপাতে বসে নিজের মতো করে খাবার খোঁজে। জিন্দাবাজার, সিলেট, ১০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৪
কাঁধে করে ডালা-কুলা, পাখা ও ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েছেন ফেরিওয়ালা। শহরে ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। তালতলা, সিলেট, ১০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ