ফরিদপুরে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে চারটি বসতবাড়ি ও দুটি দোকান। হুমকির মুখে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের ১২টি বাড়ি। পালডাঙ্গী এলাকা, ডিক্রীরচর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৯ অক্টোবরছবি: আলীমুজ্জামান
২ / ১২
শিশুদের খেলনা বিক্রি করছেন বগুড়ার রফিক শেখ। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে দিনে আয় করেন ৫০০ থেকে ৬০০ টাকা। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
ব্যাটারিচালিত রিকশাভ্যানে তৈরি পোশাক ও থান কাপড় নিয়ে বিক্রি করতে যাচ্ছেন ব্যবসায়ী শরিফুল ইসলাম। বত্তরবিল এলাকা, রংপুর শহরতলি, ১০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থেমে যায় পথচলা। ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে মীরহাজিরবাগের বাসিন্দাদের। শ্যামপুর, ঢাকা, ১০ অক্টোবরছবি: দীপু মালাকার
১১ / ১২
বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা এক শিশু। ঢাকা, ১০ অক্টোবরছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। হোসেনি দালান রোড, পুরান ঢাকা, ১০ অক্টোবরছবি: তানভীর আহাম্মেদ