একঝলক (১০ অক্টোবর ২০২৫)

১ / ১২
ফরিদপুরে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে চারটি বসতবাড়ি ও দুটি দোকান। হুমকির মুখে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের ১২টি বাড়ি। পালডাঙ্গী এলাকা, ডিক্রীরচর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২ / ১২
শিশুদের খেলনা বিক্রি করছেন বগুড়ার রফিক শেখ। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে দিনে আয় করেন ৫০০ থেকে ৬০০ টাকা। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১০ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১২
কঠিন চীবর দান উৎসবে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন পুণ্যার্থীরা। অংডো বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১০ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ১২
জলাশয়ে জন্মানো ঘাসজাতীয় উদ্ভিদের ডাল কেটে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। শুকানচকি এলাকা, রংপুর শহরতলি, ১০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
সকালের কুয়াশার মধ্যে চা–বাগান থেকে চা–পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা। গোফাপাড়া এলাকা, সদর উপজেলা, পঞ্চগড়, ১০ অক্টোবর
ছবি: রাজিউর রহমান
৬ / ১২
পিরোজপুর জেলার বৈঠাকাটা থেকে নদীপথে ট্রলারে শীতকালীন সবজি নিয়ে বরিশালে এসেছেন বিক্রেতারা। স্থানীয় ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দরদাম করে কিনে নিচ্ছেন। সারসি বাজার, কাশিপুর ইউনিয়ন, বরিশাল, ১০ অক্টোবর
ছবি: সাইয়ান
৭ / ১২
পথের ধারে জলাশয়ে ফুটে আছে লাল শাপলা। শালিয়াগাড়ি এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৮ / ১২
কাঠবিড়ালি গাছের ডালে বসে পাকুড় ফল খাচ্ছে। কলাবুনিয়া, রাঙামাটি, ১০ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
ব্যাটারিচালিত রিকশাভ্যানে তৈরি পোশাক ও থান কাপড় নিয়ে বিক্রি করতে যাচ্ছেন ব্যবসায়ী শরিফুল ইসলাম। বত্তরবিল এলাকা, রংপুর শহরতলি, ১০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থেমে যায় পথচলা। ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে মীরহাজিরবাগের বাসিন্দাদের। শ্যামপুর, ঢাকা, ১০ অক্টোবর
ছবি: দীপু মালাকার
১১ / ১২
বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা এক শিশু। ঢাকা, ১০ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। হোসেনি দালান রোড, পুরান ঢাকা, ১০ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ