একঝলক (২ আগস্ট ২০২২)

১ / ২৪
প্লাস্টিকের বালতির ব্যবহার বাড়লেও বাজারে এখনো টিনের বালতির চাহিদা রয়েছে। কারখানা থেকে এনে দোকানে খুচরা দরে বিক্রি করা হয় এসব বালতি। ভ্যান থেকে বালতি নামাচ্ছেন এক ব্যক্তি। তোপখানা, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২ / ২৪
সাংসারিক কাজ সেরে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। এতে সংসারে বাড়তি আয় করছেন তাঁরা। পাটুরিয়া, ঘিওর, মানিকগঞ্জ, ২ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
৩ / ২৪
নদীপথে পণ্য পরিবহনে খরচ কম। সিলেটর সুরমা নদী হয়ে এখনো অনেকে ব্যবসায়ী নৌকায় মালামাল বহন করে। এমন কিছু পণ্য বিক্রির জন্য নামানো হচ্ছে ঘাটে। কাজীরবাজার, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৪
হাওরের সরু খালে মাছ ধরছেন জেলেরা। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২ আগস্ট
ছবি: শিমুল তরফদার
৫ / ২৪
প্লাস্টিকের ড্রামের চাহিদা রয়েছে বাসাবাড়িতে। এসব ড্রাম কেউ পানি, কেউ আবার ঘরের চাল-ডাল সংরক্ষণের কাজে ব্যবহার করেন। বিক্রির জন্য ড্রাম নিয়ে বেড়িয়েছেন ফেরিওয়ালা। শেখঘাট, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৪
মাথাভাঙ্গা নদীতে মাছের মড়ক দেখা দিয়েছে। মাছ ধরতে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। মালোপাড়া, চুয়াডাঙ্গা, ২ আগস্ট
ছবি: প্রথম আলো
৭ / ২৪
রোদের তাপ ও বৃষ্টি থেকে রক্ষায় শামিয়ানা টাঙিয়ে নৌকা মেরামত করছেন এক কাঠমিস্ত্রি। কুমিরমারা গ্রাম, পিরোজপুর, ২ আগস্ট
ছবি: এ কে এম ফয়সাল
৮ / ২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় নিহত কলেজছাত্রী মিশু রানী দেবীর বাড়িতে স্বজনদের আহাজারি। খৈয়াছড়া, মিরসরাই, ২ আগস্ট
ছবি: ইকবাল হোসেন
৯ / ২৪
সরকারি ব্রজ লাল (বিএল) কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে অবৈধভাবে এভাবেই দাঁড়িয়ে থাকে তিন চাকার গাড়িগুলো। সড়কটিতে চলাচলের জন্য শিক্ষার্থীসহ অন্য পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। দৌলতপুর, খুলনা, ২ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
বিসিক শিল্পনগরীতে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। বারবার লোডশেডিংয়ে উৎপাদন কমেছে, বেড়েছে উৎপাদন খরচ। অতিরিক্ত খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরী, পাবনা, ১ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১১ / ২৪
আজ মঙ্গলবার থেকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। পণ্য কিনতে দীর্ঘ সারি। বাবর রোড, অনুরাগ হোটেল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের বিপরীতে। মোহাম্মদপুর, ঢাকা, ২ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২৪
করাতকলে নেওয়ার জন্য গাছের গুঁড়ি ছোট ট্রাকে তোলা হচ্ছে। নবগ্রাম, শিবালয়, মানিকগঞ্জ, ২ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
১৩ / ২৪
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৪
সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু দিন দিন বেড়েই চলছে। তারপরও মানুষ সচেতন নয়। জীবনের ঝুঁকি নিয়ে হিউম্যান হলারের পাদানিতে ঝুলে ঝুলে চলাচল করেন যাত্রীরা। বেড়িবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা, ২ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৫ / ২৪
মেয়র হানিফ উড়ালসড়কে দীর্ঘ যানজট থাকায় পরিবহন ছেড়ে হেঁটেই ছুটছেন সাধারণ মানুষ। কাপ্তানবাজার, ঢাকা, ২ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৬ / ২৪
সকালের রোদে সড়কের ধারে লাল শাপলার হাসি। বর্ষায় আমাদের চারপাশের জলাশয়ে বিচিত্র রঙের শাপলা ফুলের দেখা মেলে। বনানী মোড়, চরশোলাকিয়া, কিশোরগঞ্জ, ২ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২৪
প্রখর রোদে হাঁপিয়ে ওঠা এক ভ্যানচালক গাছের ছায়ায় নিজের ভ্যানে ঘুমিয়ে পড়েছেন। কিনব্রিজ, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৪
সিলেট নগরের ব্যস্ততম বঙ্গবীর রোড। ভারী বৃষ্টিপাত হলেই পুরো সড়ক তলিয়ে যায়। বৃষ্টি কমলেও জলমগ্ন থাকে সড়কের বেশির ভাগ অংশ। লাউয়াই, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৪
ভোলায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম পুলিশের হামলায় নিহতের প্রতিবাদে রংপুরে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুরে, ২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
পদ্মায় ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে নতুন নৌকা। বর্ষার দিনে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে প্রয়োজনীয় নৌকার ছই তৈরিতে ব্যস্ত দুজন। পদ্মাঘাট, পাবনা, ২ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
মুলা শীতের সবজি হলেও এখন চাষ হয় বারো মাসই। আগাম চাষ করে বুড়িচং উপজেলার কামারখাড়া, ভান্তীসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকেরা। আগাম ফলনে দাম পাওয়া যায় ভালো। গোমতী চর, ভান্তীগ্রাম, কুমিল্লা, ২ আগস্ট
ছবি: এম সাদেক
২২ / ২৪
চরাঞ্চলে পাটের আবাদ বেশি হয়। সেখান থেকে পাইকারিতে পাট কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। কুটামহিন গ্রাম, গাবতলী, বগুড়া, ২ আগস্ট
ছবি: সোয়েল রানা
২৩ / ২৪
শুষ্ক মৌসুমে প্রায় আট মাস ধরে মহিষের পালগুলোকে চরাঞ্চলে বাথান করে লালনপালন করেন হাসোখালী গ্রামের নিষ্ঠ ঘোষ। এখন বর্ষা আসায় মহিষের পাল চরান শুকনা মাঠে। সরু গ্রাম, ধুনট, বগুড়া, ২ আগস্ট
ছবি: সোয়েল রানা
২৪ / ২৪
গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ