একঝলক (৯ অক্টোবর ২০২৫)

১ / ২১
মৌটুসি পাখিটি এসেছে ফুলে। খেপুপাড়া, লিচুবাগান, রাঙামাটি, ৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
ঘাঘট নদের ধারে কাশফুলের মনোলোভা সৌন্দর্য। আলু চাষের জন্য কলের লাঙল দিয়ে প্রস্তুত করা হচ্ছে পাশের জমি। নাজির দিগর, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
সবুজের মধ্যে হলুদ ফুল শোভা ছড়াচ্ছে। র্যাব কার্যালয় বাগান, ময়মনসিংহ, ৯ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ২১
প্লাস্টিকের পুরোনো বোতল রিসাইকেল কারখানার এক শ্রমিক। ঘাঘটপাড়া, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
আমন ধানে রং আসছে। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
বিলের পানিতে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো হাঁস। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ৯ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৭ / ২১
গ্রামের পাশ দিয়ে বহমান খালে মাছ ধরার জন্য জাল বেঁধে রাখা হয়েছে। চিকাশি, ধুনট, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৮ / ২১
নিষেধাজ্ঞা অমান্য করে ভোরের আলো ফুটতে না ফুটতেই ইলিশা নদীতে ইলিশ শিকারে জেলেরা। রাজাপুর, ভোলা, ৯ অক্টোবর
ছবি: নেয়ামতউল্যাহ
৯ / ২১
গ্রামের মাঠে বৈদ্যুতিক তারে বসে অলস সময় পার করছে একঝাঁক ঘুঘু। বড় চাপড়া, ধুনট, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ২১
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দ। ইট-সুরকি দিয়ে মেরামতে ব্যস্ত সড়ক বিভাগের কর্মীরা। শিববাড়ি, সিলেট, ৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
বাড়ির আঙিনায় ফুটে আছে ঝিঙে ফুল। ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১২ / ২১
নৌকায় টুকরি নিয়ে হাওরে এসেছেন এক ব্যক্তি। হাওরের পাশ থেকে ঘাস কেটে ফিরবেন তিনি। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
হেমন্তের কুয়াশাচ্ছন্ন ভোরে বাড়ির গাছের সবজি লাউ বিক্রি করতে স্থানীয় বাজারে যাচ্ছেন এক কৃষক। পসরা, গেরদা, ফরিদপুর, ৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
বিশ্ব দৃষ্টি দিবসে আয়োজন করা হয় মিনি ম্যারাথন। ময়মনসিংহ, ৯ অক্টোবর
ছবি: প্রথম আলো
১৫ / ২১
ভোরের স্নিগ্ধ টলটলে খালের পানিতে ফুটে আছে লাল শাপলা। বায়তুল-আমান, আলিয়াবাদ, ফরিদপুর, ৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
ঢাকা–সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট নিরসনে কাজ চলমান। সরাইল বিশ্বরোড মোড়, ব্রাহ্মণবাড়িয়া, ৯ অক্টোবর
ছবি: বদর উদ্দিন
১৭ / ২১
গাছে ফুটেছে কলমি ফুল। এই ফুল ঢোলকলমি নামেও পরিচিত। উত্তর পেংরি, রাজাপুর, ঝালকাঠি, ৯ অক্টোবর
ছবি: সাইয়ান
১৮ / ২১
ব্যাটারিচালিত বিভিন্ন যানের দাপটে থমকে দাঁড়িয়েছে শহরের গতি। যানজটে দুর্ভোগে শহরবাসী। স্টেশন সড়ক, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
খেলায় মেতেছে শিশুরা। উত্তর পেংরি, রাজাপুর, ঝালকাঠি, ৯ অক্টোবর
ছবি: সাইয়ান
২০ / ২১
ধান কাটার মৌসুম আসছে। এ সময় চাহিদা বাড়ে প্লাস্টিকের ড্রামের। গ্রামে ফেরি করে ড্রাম বিক্রি করেন এই মৌসুমি ব্যবসায়ী। কলেজপাড়া, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
ব্যাটারিচালিত অটোরিকশায় স্থবির হয়ে থাকে রংপুর নগরের সিটি বাজার থেকে জাহাজ কোম্পানি মোড়। সিটি বাজার এলাকা, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম