এক ঝলক (১৬ অক্টোবর ২০২৫)

১ / ২২
ফেলে দেওয়া ঝালমুড়ির ঠোঙায় উৎসুক কাঠবিড়ালী। বিএল কলেজ, খুলনা, ১৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
গ্রামীণ সড়কে সাইকেলে চেপে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। কর্ণিপাড়া, গাবতলী, বগুড়া, ১৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ২২
যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত রিকশায় লাল ও সবুজ রঙের নম্বর লিখে দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। ঐতিহাসিক আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ১৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ২২
শরতের ঝকঝকে আকাশের নিচে কাপ্তাই হ্রদের নীল জলরাশি মনোমুগ্ধকর রূপে ছড়িয়ে আছে। বড়াদম, রাঙামাটি, ১৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
চা-বাগানের পথ পেরিয়ে সকালে বিদ্যালয়ের পথে হাস্যোজ্জ্বল এক শিশুশিক্ষার্থী। দলাদলি চা-বাগান, সিলেট, ১৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২২
যশোর থেকে আনা কতবেল বিক্রি করছেন এই মৌসুমি ফল ব্যবসায়ী। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
লালমনিরহাটের তিস্তার চর এলাকায় বাঁশের মাচায় বিশেষ এই তরমুজ চাষ হয়েছে। বিক্রির জন্য তা শহরে আনা হয়েছে। সিটিপার্ক বাজার, রংপুর, ১৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
পথের ধারে ফুটে আছে শ্বেতকণ্টকিনী ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৯ / ২২
জলাশয় থেকে কচুরিপানার ফুল তুলে সন্তানকে কোলে নিয়ে আলপথ ধরে হেঁটে বাড়িতে ফিরছেন এক অভিভাবক। শ্যামলাগাতিপাড়া, বগুড়া, ১৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ২২
বিলের পানিতে পেতে রাখা জাল থেকে মাছ সংগ্রহ করছেন এই ব্যক্তি। খোয়ার, গোট্টি, ফরিদপুর, ১৬ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২২
নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিক্রির জন্য ব্যবহৃত সিরিঞ্জের সুই ভাঙছেন দুই ব্যক্তি। নিউ সদরঘাট রোড, বরিশাল, ১৬ অক্টোবর
ছবি: সাইয়ান
১২ / ২২
সকালবেলা ভ্যানে আনা কলা পাইকারি বিক্রির পর ক্রেতাদের হাতে পৌঁছতে চলেছে। তালাইমারি বাজার, রাজশাহী, ১৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
ভোরের আলো ফুটতেই সাইকেলে ডালি–কোদাল বেঁধে কাজের সন্ধানে বের হয়েছেন দিনমজুরেরা। তালাইমারি, রাজশাহী, ১৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২২
খেত থেকে শসা সংগ্রহ করছেন একজন মারমা নারী। সুইচা কারবারিপাড়া, ১৬ অক্টোবর, বান্দরবান
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২২
বিভিন্ন জাতের বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। এর মধ্যে অন্যতম আকর্ষণ ডুরিয়ান ফল। কান্দিরপাড়, কুমিল্লা, ১৬ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১৬ / ২২
এইচএসসি পরীক্ষায় খুলনা পাবলিক কলেজে পাসের হার ৯৮ দশমিক ৫৩ শতাংশ। ভালো ফল করায় উৎসবে মেতেছেন শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ১৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২২
প্রখর রোদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওএমএসের চাল ও আটা কিনছেন স্থানীয় বাসিন্দারা। আম্বরখানা, সিলেট, ১৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তীব্র গন্ধ থাকায় সেখানে যেতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মিরপুর, ঢাকা, ১৬ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি
১৯ / ২২
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকেরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৬ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
২০ / ২২
ঢাকার সড়কে শব্দদূষণের মাত্রা পর্যবেক্ষণ করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৬ অক্টোবর
ছবি: জাহিদুল করিম
২১ / ২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, ১৬ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
২২ / ২২
কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই) প্যারেড মাঠে ‘সেনাবাহিনী প্রধান সমাপনী কুচকাওয়াজ’–এ সৈনিকেরা। কাদিরাবাদ সেনানিবাস, নাটোর, ১৬ অক্টোবর
ছবি: মুক্তার হোসেন