একঝলক (১৪ জুন ২০২৪)

১ / ১৪
দুই দিন পরই কোরবানির ঈদ। বিক্রির জন্য হাটে বেঁধে রাখা দুটি গরু লড়াই করছে। গোদনাইলের দুই নম্বর ঢাকেশ্বরী, নারায়ণগঞ্জ, ১৪ জুন
ছবি: দিনার মাহমুদ
২ / ১৪
দোকানে নানা ধরনের ছুরি, চাপাতি, বটি বিক্রি করছেন বিক্রেতা। কোরবানি ঈদ সামনে রেখে চাপাতি দেখছেন এক ক্রেতা। হাটখোলা, বরিশাল, ১৪ জুন
ছবি: সাইয়ান
৩ / ১৪
রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির জন্য শতবর্ষী গাছ কেটে ফেলা হচ্ছে। তাই গাছ হত্যার প্রতিবাদে শোক সমাবেশ করে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ রাজশাহী। রাজা হাতা, রাজশাহী, ১৪ জুন
ছবি শহীদুল ইসলাম রাজশাহী
৪ / ১৪
কোরবানির ঈদে নানা ধরনের মসলার চাহিদা বেড়ে যায়। নানা প্রকারের মসলা বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। হাটখোলা, বরিশাল, ১৪ জুন
ছবি: সাইয়ান
৫ / ১৪
ভটভটিতে করে কোরবানির গরু হাটে নিয়ে যাওয়া হচ্ছে। খান্দার মোড়, বগুড়া শহর, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
৬ / ১৪
মেসার্স নেয়াজ উদ্দিন স্টোর্সে মালা বিক্রি করছেন সুমন সরকার। তেহরীপট্টি, কুমিল্লা, ১৪ জুন
ছবি: ইমাম রাসুল
৭ / ১৪
ঈদ সামনে রেখে রঙিন বেলুন ফেরি করে বিক্রি করছেন রফিকুল ইসলাম। প্রতিটি বেলুন ৫০ টাকায় বিক্রি করছেন তিনি। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৪ জুন
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিশুকে মোটরসাইকেলের সামনে উল্টো বসিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে এক ব্যক্তি। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুন। ছবি: আবদুর রহমান
৯ / ১৪
কাঁধে শাণ দেওয়ার যন্ত্র, হাত মাইকে জোরালো কণ্ঠে চিৎকার—‘ছুরি, বঁটি, কাঁচি ধার করাইবেন’। পথে পথে ঘুরে এ কাজ করতে এসেছেন হবিগঞ্জের বাসিন্দা এনামুল মিঞা। শহীদ রিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ১৪ জুন
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৪
কদম ফুলকে বর্ষার দূত বলা হয়। বর্ষা ঋতু শুরুর আগেই ফুটেছে এ ফুল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৩ জুন
ছবি: এম সাদেক
১১ / ১৪
ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। বাসস্ট্যান্ডে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এক শিশু। অলংকার মোড়, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: জুয়েল শীল
১২ / ১৪
ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য ট্রাফিক আইল্যান্ডের ওপর কোরবানির মাংস কাটার কাঠের খাইট্টা সাজিয়ে রাখছেন বিক্রেতা। তেঁতুলগাছের গুঁড়ি দিয়ে বানানো এ কাঠের খাইট্টা ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। খালিশপুর কদমতলা মোড়, খুলনা শহর, ১৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে চট্টগ্রামে পশুর হাটে এসেছেন নারী বিক্রেতা সালমা খাতুন। তাঁর নিজের খামারের প্রতিটি গরুর দাম হাঁকাচ্ছেন এক লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা। বিবির হাট, চট্টগ্রাম, ১৪ জুন
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
ঈদের নতুন জামা-কাপড় কিনতে সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোয় ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষেরা। মনোহরপুর, কুমিল্লা, ১৪ জুন
ছবি: এম সাদেক