একঝলক (৯ অক্টোবর ২০২৪)

১ / ১৯
গাছের ছায়াই লেকের পাড়ে মৃদু বাতাসে ঘুমিয়ে পড়েছেন এই ব্যক্তি। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ৯ অক্টোবর
ছবি: শামসুল হক
২ / ১৯
বৃষ্টিতে বেড়েছে মশার উপদ্রব। মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ৯ অক্টোবর
ছবি: এম সাদেক
৩ / ১৯
গাছে ফুটে আছে সাদা জবা। বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৯ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৪ / ১৯
মাঠের কৃষি থেকে শুরু করে সড়কের যানবাহন—সব ক্ষেত্রেই শ্যালো ইঞ্জিন বা মেশিনের চাহিদা ব্যাপক। নতুন ইঞ্জিনের পাশাপাশি পুরোনো ইঞ্জিন বিক্রির জন্য গড়ে উঠেছে বেশ কিছু দোকান। আকার ও কর্যক্ষমতাভেদে এসব মেশিন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪৫ হাজার টাকায়। রেলচত্বর বাজার, ভাঙ্গুড়া, পাবনা, ৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
মুরগির খাবারের পাত্রে বসে আছে ঘুঘু পাখি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৯ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৬ / ১৯
ফেরি করে দুধের ছানা বিক্রি করছেন সুব্রত ঘোষ। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৯
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে করে গুটি পেঁয়াজের বস্তা নিয়ে হাটে যাচ্ছেন এক গাড়োয়ান। মাইজা মিয়ার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর, ৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
বোনারপাড়া থেকে সান্তাহারগামী ট্রেনের ইঞ্জিনে চড়ে ঝুঁকি নিয়ে যাচ্ছেন লোকজন। সোন্দাবাড়ী, গাবতলী, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ১৯
মেলায় দল বেঁধে কেনাকাটা চলছে। মাহিগঞ্জ, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
ছুরি, বটিসহ বিভিন্ন আকৃতির জিনিসপত্র তৈরি করেন কামারেরা। শরৎনগর বাজার, ভাঙ্গুড়া, পাবনা, ৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৯
বিক্রির জন্য নছিমনে করে খড় নেওয়া হচ্ছে। মেকুড়া, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
জলাশয়ে ফুটে আছে শাপলা ফুল। সোন্দাবাড়ী, গাবতলী, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৯
ইঁদুরে কাটা ধানগাছ খেত থেকে তুলে গবাদিপশুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন চাষি। হোসেননগর, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
সাইকেলে করে বিভিন্ন পণ্য নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। রঘু, রংপুর, ৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
সুপারি ব্যবসায়ী আসাদুল হক লক্ষ্মীপুর থেকে সুপারি এনে তা খুচরা বাজারে বিক্রি করে। প্রতিটি সুপারি আকারভেদে ৩-৬ টাকার মধ্যে বিক্রি করে থাকে। ডুলিপাড়া, কুমিল্লা, ৯ অক্টোবর। ছবি: এম সাদেক
১৬ / ১৯
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ঢাকিরা ঢাকঢোল বাজাচ্ছেন। কটিয়াদীর পুরান বাজার, কিশোরগঞ্জ, ৯ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ১৯
বেশ কয়েক দিন ধরেই ডিমের বাজারে অস্থিরতা চলছে। পাইকারিতে প্রতি ডজন ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ৩ নম্বর রেলঘুমটি, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৮ / ১৯
মহাষষ্ঠীর পুণ্যলগ্নে শারদীয় দুর্গোৎসবে দেবীকে বরণের প্রথম পর্ব অধিবাসের প্রস্তুতি হিসেবে পূজার কাজে ব্যবহৃত কুলা, মাটির ঢাকনা রংতুলি দিয়ে রাঙিয়ে তুলছেন এক তরুণী। ভাটিখানা মন্দির, বরিশাল নগর, ৯ অক্টোবর
ছবি: সাইয়ান
১৯ / ১৯
বন্যায় পানিবন্দী এক নারী সড়ক থেকে প্রয়োজনীয় বাজার করে কলার ভেলায় করে বাড়ি ফিরছেন। কাপাসিয়া, নালিতাবাড়ী, শেরপুরের, ৯ অক্টোবর
ছবি: আবদুল মান্নান