একঝলক (০১ সেপ্টেম্বর ২০২২)

১ / ১৬
খোলাবাজারে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। চাল কিনতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন নারীরা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
২ / ১৬
বাবলু মিয়া বগুড়া থেকে ময়মনসিংহে এসেছেন হাঁড়ি-পাতিল ঝোলানোর পাটের তৈরি রঙিন শিকা নিয়ে। নগরের পথে পথে ঘুরে প্রতিদিন তিনি বিক্রি করেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার শিকা। রেলস্টেশন, ময়মনসিংহ, ১ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৩ / ১৬
আজ শুরু হয়েছে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম। চাল নিতে দীর্ঘ লাইনে নারীরা। মনোহরপুর, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৬
খেত থেকে তুলে বাজারে নেওয়ার আগে পুঁইশাক ধুয়ে নিচ্ছেন একজন কৃষক। অশোকতলা, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৬
দেওয়ানপাড়া গ্রামের আইনউদ্দিন সরদার পেশায় রাজমিস্ত্রি। প্রতিদিন কাজের স্থানে সঙ্গীদের নিয়ে যেতে যানবাহনে ভাড়া গুনতে হয় অনেক টাকা। খরচ কমাতে নিজের মোটরসাইকেলের পেছনের অংশে ভ্যানের বডি লাগিয়ে এখন সঙ্গীদের নিয়ে এভাবেই প্রতিদিন ছুটে চলেন কাজে। গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ১ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৬
পোলট্রি ওষুধ, মুরগির বাচ্চা, ডিম, মাংস ও দুধের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে বিপিআইএফের খুলনা বিভাগীয় শাখা কমিটি ও খুলনা পোলট্রি ফিড শিল্প মালিক সমিতি মানববন্ধন করে। জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
সম্প্রতি পানি বেড়ে ডুবতে শুরু করেছে পদ্মায় জেগে ওঠা চরের পথগুলো। তাই চর থেকে কাটা ঘাস পরিবহনের জন্য ঘোড়ার গাড়িটি ডাঙায় তুলতে বেগ পেতে হচ্ছে। গাড়ি টানতে জোর চেষ্টা চালাচ্ছে ঘোড়াটিও। পদ্মাঘাট, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
পুরোনো হয়ে যাওয়ায় বিক্রি করে দেওয়া হয়েছে নৌকাটি। পদ্মা নদীর ঘাটে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কেটে নেওয়া হচ্ছে নৌকার বিভিন্ন অংশ। পরে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এগুলো। পদ্মাঘাট, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
রংপুরে টানা তিন দিনের বৃষ্টিতে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ক্যানেলটারী এলাকায় পানি জমেছে। তলিয়ে গেছে নবনির্মিত আশ্রয়ণ প্রকল্প এলাকা। কাউনিয়া, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
সিলেটে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচের দাম। লালবাজার, সিলেট, ১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
ওএমএসের মাধ্যমে খোলাবাজারে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট পরিমাণ চাল, আটা কিনতে ভিড় করছেন ক্রেতারা। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল, ১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১২ / ১৬
ওএমএসের ট্রাক সেল থেকে চাল, আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন। আজিমপুর, ঢাকা, ১ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৬
মজুরি বোর্ড ও পোশাকশ্রমিকদের ২৫ হাজার টাকা বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পোশাকশ্রমিক অধিকার আন্দোলন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৪ / ১৬
গবাদিপশুর জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন দুই কিষানি। পদ্মপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
সিলেটের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মাল্টার চাষ বেড়েছে। নিজ উদ্যোগে অনেকে গড়েছেন মাল্টাবাগান। এসব মাল্টা বিক্রি হচ্ছে সিলেট নগরে। পাইকারি দরে কেনা মাল্টা ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন এই ভ্রাম্যমাণ বিক্রেতা। তালতলা, সিলেট, ১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৬
‘শিখো’র সহযোগিতায় ও প্রথম আলোর আয়োজনে আবারও শুরু হতে যাচ্ছে জিপিএ-৫ সংবর্ধনা ২০২২। শিখোর সঙ্গে প্রথম আলোর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) শিখোর সিওও জিশান জাকারিয়া, সিইও শাহীর চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হক। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১ সেপ্টেম্বর
ছবি: খালেদ সরকার