যমুনায় জেগে ওঠা চরে রবিশস্য চাষের জন্য সার ছিটিয়ে দিচ্ছেন এক চাষি। তিতপরল চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ অক্টোবরছবি: সোয়েল রানা
১৮ / ২৪
ছাতা মাথায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৪
হেমন্তের কুয়াশামাখা সকালে গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। মিরেরচক, সিলেট, ২৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক, সিলেট, ২৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
২১ / ২৪
সিলেটের সুরমা নদীর শাখা কুশিগাঙ। বর্ষায় পানিতে টইটম্বুর থাকে নদীটি। কিন্তু শুকনা মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়। কুশিঘাট, সিলেট, ২৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
মাছ শিকারের আশায় জলাভূমির মধ্যে শাপলার ওপর একাকী দাঁড়িয়ে সাদাবক। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
২৪ / ২৪
হাওরে অনেকেই হাঁস পালন করেন। একজনের হাঁসের সঙ্গে আরেকজনের হাঁস যাতে মিলে না যায়, সে জন্য রং দিয়ে চিহ্নিত করে রাখা হয়। নিকলী, কিশোরগঞ্জ, ২৮ অক্টোবরছবি: তাফসিলুল আজিজ