একঝলক (৩০ ডিসেম্বর ২০২২)

১ / ১৫
মিছেমিছি চড়ুইভাতি খেলায় মেতেছে শিশুরা। খয়রত এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। ৩০ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৫
প্রতিবছর ৩০ ডিসেম্বর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ধলহারা যুব সংঘ। এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজির হয়েছেন স্থানীয় লোকজন। ৩০ ডিসেম্বর, ধলহারা মাঠ, মাগুরা
ছবি: প্রথম আলো
৩ / ১৫
‘ফরিদপুর সিটি অর্গানাইজেশন’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ঘুড়ি উৎসবে হাজারো মানুষের ঢল। বিভিন্ন আকার ও ধরনের ঘুড়ি নিয়ে অনেকে এ উৎসবে অংশ নেন। ধলার মোড়, ডিক্রিরচর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৫
মেট্রোরেলে চড়তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের অপেক্ষা। সকাল সোয়া আটটা, উত্তরা স্টেশন, দিয়াবাড়ি, উত্তরা, ৩০ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৫
সাপ্তাহিক ছুটির দিনে মেয়ে মাইশাকে সাইকেলে চড়িয়ে ঘুরতে বেরিয়েছেন পোশাককর্মী মইদুল। মৌচাক, নারায়ণগঞ্জ, ৩০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৫
শীত উপেক্ষা করে সকালবেলা জমিতে ধান রোপণে ব্যস্ত একদল চাষি। রানীপুকুর, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ৩০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
বাংলাদেশ গ্রাম থিয়েটার পুণ্ড্র অঞ্চলের (বগুড়া-জয়পুরহাট) দুই দিনব্যাপী সম্মেলন ও সৃজনের উৎসবে ঐতিহ্যের নাটগীত। এ উপলক্ষে নেচেগেয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৩০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
কয়েক দিন ধরে শীতের দাপট বেড়েছে। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা নেই। দিনভর কুয়াশার পাশাপাশি কনকনে শীত। তাই সড়কের পাশে পুরোনো কাপড় বিক্রির দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড় বেড়েছে। ছাতিপট্টি, কুমিল্লা, ৩০ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১৫
শীত এলেই ভৈরব নদে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিযোগীরা এতে অংশ নেন। নজরুল থিয়েটার ক্লাব নামে একটি সংগঠন নৌকাবাইচের আয়োজন করে। গিলাতলা, খুলনা, ৩০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়। সৈকতের সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ৩০ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১৫
হাওর থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন জেলেরা। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৯ ডিসেম্বর
ছবি: শিমুল তরফদার
১২ / ১৫
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করছে তিন চাকার যান। প্রায়ই দুর্ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না চলাচল। পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, মালিগাছা, পাবনা, ৩০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
উত্তরাঞ্চলে শীতের দাপট বেড়েছে। শীত থেকে রক্ষায় শিশুকে গরম কাপড়ে মুড়িয়ে নেওয়া হয়েছে। গোবিন্দা, পাবনা, ৩০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
হাজারো বৌদ্ধ ভিক্ষুর পিণ্ডদান অনুষ্ঠানে যাওয়ার আগে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভিক্ষুরা। মধুপুর, খাগড়াছড়ি, ৩০ ডিসেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
১৫ / ১৫
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে আন্ত–উপজেলা কাবাডি প্রতিযোগিতা। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ৩০ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন